ঢাকার আশুলিয়ার বিভিন্ন এলাকার মানুষ মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি হয়ে পড়েছেন। স্কুল কলেজ পড়ুয়া ছাত্র/ছাত্রীরাও মাদকের নেশায় জড়িয়ে পড়ছে বলে স্থানীয়রা জানান। বিশেষ করে ইয়াবা (কথিত বাবা), গাঁজা, ফেনসিডিলসহ বিভিন্ন মাদকের টাকা জোগার করতে মাদক সেবনকারীরা এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই, অপহরণ, চাঁদাবাজি, খুন ও প্রতারণাসহ নানারকম অপরাধমূলক কাজ(ক্রাইম) করছে। জানা গেছে, ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানা ক্রাইম জোন এলাকার জামগড়া, বেরুন ছয়তালা, গফুর মন্ডল স্কুল এলাকা, জি এস পাবলিক স্কুল এর আশপাশের এলাকার চৌ-রাস্তা, ভাদাই, রূপায়ন আবাসন ১ এর সীমানায় মাঠের ভিতরে মাদকের আড্ডা হয়। রবিবার উক্ত ব্যাপারে আরিফ নামের একজন বলেন, এসব এলাকায় বিভিন্ন মাদক ব্যবসা করে স্থানীয় কিছু ব্যক্তির সাথে বহিরাগত কথিপয় মাদক ব্যবসায়ী জমজমাট ভাবে ব্যবসা করছে। এসব মাদক ব্যবসায়ীদের সাথে সংশ্লিষ্ট অনেকেই আছেন! ম্যানেজ করে সিস্টেমমত মাদক ব্যবসা পরিচালনা করছেন অনেকেই। এ বিষয়ে নাজমুল নামের একজন স্থানীয় ব্যক্তি বলেন, এলাকার অনেক স্থানে মাদকের স্পট আছে, কিছু পুলিশ ও কিছু সাংবাদিক সেখান থেকে মাহসহারা মাসিক চাঁদা নিয়ে থাকেন। কোনো সময় মাদক বিক্রেতা বা সেবনকারীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গ্রেফতার করলেও টাকার বিনিময়ে অপরাধীকে ছেড়ে দেয়ার নজির আছে। এ ব্যাপারে নাম প্রকাশে অনইচ্ছুক এক পুলিশ সদস্য জানান, কিছু পুলিশ বা কিছু সাংবাদিক মাদক সেবনে জড়িত থাকার কারণে তারা মাদক সন্ত্রাসীদের সাথে দেখা করে থাকেন। উক্ত বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচাজ (ওসি) আবদুল আউয়াল বলেন, অপরাধী সে যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে এবং মাদকের ব্যাপারে কোনো প্রকার ছাড় দেয়া হবে না।