স্পোর্টস ডেস্কঃ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজটা নিয়ে টাইগার সমর্থকদের মনে দারুণ একটা আশা ছিল। দক্ষিণ আফ্রিকায় অন্তত একটি ওয়ানডে জয়ের আশা করছিলেন তারা। তবে ভক্তদের হতাশ করলেন মাশরাফিরা। তিনটি ওয়ানডেতেই প্রোটিয়াদের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ওয়ানডেতে না পারলেও টি-টোয়েন্টি সিরিজে জয়ের আশা করছেন অধিনায়ক মাশরাফি। তবে ওয়ানডে সিরিজ হারের কারণে কোনো অজুহাত দাঁড় করাতে চান না তিনি।
ম্যাচ শেষের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাশরাফি বলেন, ‘এই সিরিজে আমরা অনেক কিছু শিখেছি। আশা করছি টি-টোয়েন্টি সিরিজে সেগুলো কাজে লাগানো যাবে।’ মাশরাফি আশা করছেন টি-টোয়েন্টি সিরিজে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ উপহার দিতে পারবে টাইগাররা।
শেষ ওয়ানডেতে মাত্র ১৬৯ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। সেই একই উইকেটে টাইগার বোলারদের পিটিয়ে ৩৬৯ রান তোলে দক্ষিণ আফ্রিকা। হারের কারণে তাই উইকেটকে দোষারোপ করতে রাজি নন টাইগার দলপতি। তিনি বলেন, ‘উইকেট ব্যাটিংয়ের জন্য দারুণ ছিল। আমরা ব্যাটিং-বোলিং কোনোটাই ভালো করতে পারিনি। এই উইকেটে অজুহাত দাঁড় করানোর উপায় নেই।’
শেষ ম্যাচে তামিম ইকবাল ও মুস্তাফিজুর রহমান ছিলেন না। এই কারণেও বাংলাদেশ দলও ছন্নছাড়া পারফরম্যান্স করেছে বাংলাদেশ। তবে হারের জন্য তামিম ও মুস্তাফিজের অনুপুস্থিতিকে কারণ হিসেবে মানতে নারাজ অধিনায়ক। তিনি বলেন, ‘মুস্তাফিজ ও তামিম আমাদের প্রধান অস্ত্র। তাদের না থাকাটা কষ্টকর। তবে এটা হারের কারণ হতে পারে না। বাকিরাও অনেক ভালো। তবে এই সিরিজে কেউই ভালো খেলতে পারেনি। সৌম্যের খারাপ সময় যাচ্ছে। সাকিব ভালো খেলছিল তাকে কেউ সঙ্গ দিতে পারেনি।’
টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাড়ানোর বিষয়ে আশাবাদ ব্যক্ত করলেন টাইগার দলপতি। তিনি বলেন, এই সিরিজ থেকে শিক্ষা নিতে হবে আমাদের। টি-টোয়েন্টি সিরিজে যাতে এই ভুলগুলো না হয় সেটা চেষ্টা করতে হবে।