হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার বাইপাইল, ইউনিক, জামগড়া, জিরাবো, কাটগড়া বাজারসহ বিভিন্ন দোকান ও সাইকেলে প্রকাশ্যে নিষিদ্ধ পলিথিন বিক্রি করছে অনেকেই। ২৪ অক্টোবর ২০১৭ ইং সরেজমিনে গিয়ে দেখা গেছে, আশুলিয়ার বাইপাইল বাজার, জামগড়া ২ টি বাজারসহ বিভিন্ন হাট-বাজারে বিপুল পরিমান পলিথিন বিক্রি করা হয়। বিশেষ করে সরকারী ভাবে পলিথিন নিষিদ্ধ করা হলেও রহস্যজনক কারণে পুলিশ প্রশাসনকে ফাঁকি দিয়ে অবৈধ এসব পলিথিন অবাধে বিক্রি করছে কিছু অসাধু ব্যবসায়ীরা। এর কারণে এলাকায় পরিবেশ নষ্ট করছে বলে অনেকের অভিমত। উক্ত আশুলিয়া এলাকায় শত শত শিল্প কারখানা রয়েছে। একদিকে ড্রেনের ব্যবস্থা নাজুক, অন্যদিকে নিষিদ্ধ পলিথিন ব্যবহারে ড্রেনও বন্ধ হয়ে যাচ্ছে। পলিথিন ব্যাগ রাস্তায় যেখানে-সেখানে ফেলার কারণে পরিবেশ নষ্ট হয়, এ যেন দেখার কেউ নাই। তথ্যমতে জানা গেছে, সরকারী ভাবে পাট এর ব্যাগ ও বস্তা ব্যবহার বাধ্যতামূলক করা হলেও সরকারী আইনের তোয়াক্কা না করে একটি চক্র অবৈধ ভাবে অবাধে এসব নিষিদ্ধ পলিথিন ব্যাগ বিক্রি করছে। পলিথিন বিক্রেতাদের সাথে এ বিষয়ে জানতে চাইলে তারা অনেকেই বলেন, আমরা প্রশাসনকে ম্যানেজ করেই ব্যবসা করছি! এ ব্যাপারে আরাফ নামের একজন বলেন, আইন অমান্যকারীর সাজা হবে যদি পুলিশ প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন, আর সরকার পরিবেশ বাঁচাতে পলিথিন ব্যাগ ও বস্তা নিষিদ্ধ করেছে, যারা সরকারী আইন মানছেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে অবৈধ ব্যবসায়ীদের গ্রেফতার করে সাজা দিলে তারা হয়ত আর প্রকাশ্যে নিষিদ্ধ পলিথিন বিক্রি করার সাহস পাবে না। উক্ত ঢাকা জেলার আশুলিয়ায় শত শত শিল্প কারখানাসহ এলাকার পরিবেশ রক্ষায় পলিথিন বিক্রি ও ব্যবহার বন্ধ করতে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন সচেতন মহল।