জাকির হোসেন,পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের
পীরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রভাবশালীরা এক প্রতিবন্ধী উন্নয়ন
কর্মীকে মারপিট করে জখম করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৪
জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে জানা যায়,
গত ২২ অক্টোবর বিকালে উপজেলার খামার সেনুয়া জালিপাড়া গ্রামের
বাসিন্দা উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সহ সভাপতি সুচিত্রা দাস
এর সাথে মুরগি নিয়ে প্রভাবশালী প্রতিবেশী চন্দন দাসের পরিবারে
সদস্যদের ঝগড়া হয়। এর জেরে পরদিন সকালে চন্দন দাস সহ কয়েকজন সুচিত্রা
দাসের বাড়িতে এসে সুচিত্রা সহ তার মাতা পার্বতীকে লোহার রড ও
বৈদ্যুতিক তার দিয়ে মারপিট করে জখম করে। পরে স্থানীয়দের সহযোগীতায়
তাদের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তাদের
অবস্থা আশঙ্কাজনক। তাদের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ দিনাজপুরে
রেফার্ড করা হলেও অর্থনৈতিক সমস্যার কারণে তারা যেতে পারছে না। এ
ঘটনায় সুচিত্রার স্বামী সলেন দাস ২৩ অক্টোবর সন্ধায় থানায় চন্দন দাস সহ
৪ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। বুধবার দুপুরে ঘটনার বিষয়ে
জানতে চাইলে ভোমরাদহ ইউপি চেয়ারম্যান হিটলার হক বলেন, বিষয়টি
স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা চলছে। অভিযোগের বিষয়ে দায়িত্বপ্রাপ্ত
পুলিশ কর্মকর্তা পীরগঞ্জ থানার এসআই হেলাল উদ্দীন জানায়, বিষয়টি তদন্ত
চলছে।