বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সরকারের উচিত ছিল এ ঘটনায় দুঃখ প্রকাশ করা, দোষীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা।’ তিনি আরো বলেন, ‘কিন্তু তাঁরা(সরকার) জনগণের সাথে মিথ্যাচার করছে।’
আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিব্স পালন করবে দলটি। এ উপলক্ষে ১০ দিনের কর্মসূচির কথাও জানানো হয় সংবাদ সম্মেলনে।
মির্জা ফখরুল বলেন, ‘ঘটনা কারা ঘটিয়েছে তা সবাই জানে, ‘আপনারা (সাংবাদিক) সাথে ছিলেন, আপনারা জানেন। আজকের সংবাদ মাধ্যমে এসেছে যে, এ ঘটনা কারা ঘটিয়েছে, নাম দিয়ে ছবি দিয়ে। সরকারের উচিত ছিল এ ঘটনায় দুঃখ প্রকাশ করা, দোষীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা। প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা, কিন্তু তাঁরা (সরকার) জনগণের সঙ্গে মিথ্যাচার করছে।’
মির্জা ফখরুল বলেন, ‘একদলীয় শাসন ব্যবস্থাকে ভিন্নভাবে প্রতিষ্ঠা করার চেষ্টা চলছে। আমরা জানি যে, এ দেশের মানুষ একদলীয় শাসনকে মেনে নেবে না। আমরা গণতন্ত্রকে ফিরিয়ে আনব, আমরা বারবার বলেছি আমরা সংঘাত চাই না। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যেন জনগণের আশা পূরণ হয় সে জন্য প্রয়োজন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা।’
সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, হাবিব-উন নবী খান সোহেল, শফিউল বারী বাবু প্রমুখ।