স্পোর্টস ডেস্কঃ
ভাঙাচোরা দল! নেই বড় কোনো তারকা! বাকি দলগুলোর সঙ্গে কীভাবে জিতবে এই দল? বিপিএল শুরুর আগে সিলেট সিক্সার্সকে নিয়ে ভক্ত-সমর্থকরা এভাবেই আশঙ্কা প্রকাশ করছিলেন। তবে আসর শুরু হতেই সেই ভাঙাচোরা দলটাই সমর্থকদের মুখে হাসি ফুটিয়েছে। আসরের সেরা দুটি শক্তিশালী দলকে হারিয়ে এখন ‘টক অব দ্য বিপিএল’ নাসির হোসেনের সিলেট সিক্সার্স। প্রথম ম্যাচে ঢাকা ডায়নামাইটসকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়েছে বিপিএলের নতুন দলটি।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কুমিল্লাকে ১৪৫ রানে বেঁধে ফেলেছিল সিলেট সিক্সার্স। জবাবে এক বল ও চার উইকেট হাতে রেখেই নিশ্চিত করে নাসির-সাব্বিররা। টানা দুই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে এখন নাসিরের দল। টানা জয়ে সিলেটের সংগ্রহ চার পয়েন্ট। এক জয় নিয়ে দ্বিতীয় স্থানে আছে মাশরাফি বিন মুর্তজার রংপুর রাইডার্স। দলটির সংগ্রহ দুই পয়েন্ট। বাকি দলগুলো এখনো পয়েন্টের খাতা খুলতে পারেনি।
দলটিতে বিদেশি তারকা বলতে আন্দ্রে ফ্লেচার, উপুল থারাঙ্গা ও লিয়াম প্লাঙ্কেট। দেশি ক্রিকেটারদের মধ্যেও মহারথীর তকমা নেই কারো গায়ে। সাব্বির রহমান ছাড়া নাসির-সোহান-শুভাগত হোমদের অনেকেই ‘অ্যাভারেজ’ ক্রিকেটারদের তালিকায় রাখেন। টি-টোয়েন্টি ক্রিকেটে এই তারকাদের নিয়ে ম্যাচ জয়ের নিশ্চয়তা দিতে পারবে না কেউই। এবারের আসরে সেই কাজটিই করে চলেছে সিলেট। মাঝারি মানের এই দলটি একের পর এক ম্যাচে আপসেট ঘটিয়ে চলছে।
১৪৬ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে এই ম্যাচেও দলকে শক্তিশালী অবস্থানে পৌঁছে দেন উপুল থারাঙ্গা ও আন্দ্রে ফ্লেচার। মাত্র ৮ ওভারেই ৭৩ রান তুলে নেন এই দুজন। এরপর ব্রাভোর বলে রশীদ খানের তালুবন্দি হয়ে ফিরে যান ফ্লেচার। ৩৬ রান করেন এই ক্যারিবীয় ব্যাটসম্যান। প্রথম ম্যাচে উদ্বোধনী জুটিতে ১২৫ রান যোগ করেন তাঁরা।
প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও অপ্রতিরোধ্য ছিলেন উপুল থারাঙ্গা। ঢাকার বিপক্ষে ৬৯ রানে অপরাজিত থাকা এই লঙ্কান ক্রিকেটার আজ করেন ৫১ রান। এরপর অধিনায়ক নাসির, রস হুইটলি ও নুরুল হাসান সোহানের দায়িত্বশীল ব্যাটিংয়ে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে সিলেট।