শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি ঃ
গাজীপুরের শ্রীপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা শতভাগ
বেতন-ভাতা ও পেনশনের দাবীতে অর্ধদিবস কর্মবিরতি পালন
করেছে। সোমবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত (চার ঘন্টা)
কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে পৌরসভার অস্থায়ী কার্যালয়ের
সামনে এ কর্মবিরতি পালন করা হয়।
শ্রীপুর পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সভাপতি ও
নির্বাহী প্রকৌশলী লিয়াকত আলী মোল্লার নেতৃত্বে অর্ধ
দিবস কর্মবিরতিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয়
কমিটির উপদেষ্টা ও হিসাব রক্ষণ কর্মকর্তা আব্দুল কুদ্দুস হাওলাদার,
সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী
শফিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী। তারা বলেন,
অবিলম্বে সরকারী কোষাগার থেকে শতভাগ বেতন-ভাতা ও পেনশন
প্রদান করা না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেয়া হবে।