চান মিয়া, ছাতক (সুনামগঞ্জ)::
ছাতকে দক্ষিণ খুরমা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মহব্বতপুর নিবাসি তরুন
সমাজসেবি আবু সালেহ এর বিদেশ যাত্রা উপলক্ষে মর্যাদ পুর্বপাড়াবাসির
উদ্যোগে এক বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। স্থানীয় ইউপি সদস্যের
কার্যালয়ে মঙ্গলবার ৭নভেম্বর আয়োজিত সভায় সভাপতিত্ব করেন
বিশিষ্ট মুরব্বি আজর আলী। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,
সমাজকর্মি এলাছ উদ্দিন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,
ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য আব্দুল আলীম। বক্তব্য রাখেন, সমাজসেবি
ফজলুর রহমান, নাজমুল ইসলাম, আব্দুল মজিদ, ইউছুফ আলী, মাসুক মিয়া,
আসদ আলি, সমির চন্দ্র দাস, সরিন্দ্র দাস, চন্দন দাস, পরিন্দ্র দাস,
নৃপেন্দ্র দাস, নৃপেশ দাস প্রমূখ। পরে সংবর্ধিত অতিথি আবু সালেহকে
মর্যাদপূর্ব পাড়াবাসির পক্ষ থেকে সমাজ সেবায় বিশেষ অবদানের জন্যে
একটি সম্মাননা স্মারক ও ইউপি সদস্য আব্দুল আলীমের পক্ষ থেকে
অপর একটি ক্রেষ্ট প্রদান করেন মানবাধিকার সংগঠনের ইউনিয়ন
সভাপতি ফজলুর রহমান। এসময় মর্যাদ পূর্বপাড়া যুবসমাজের পক্ষ থেকে
তাকে পরিধেয় বস্ত্র উপহার দেয়া হয়। সভায় সংবর্ধিত অতিথি আবু সালেহ
সংবর্ধনার জবাবে সকলের কাছে অশেষ কৃতজ্ঞতা জানিয়ে নিজের ভবিষ্যত
উজ্জল কামণায় দোয়া প্রার্থণা করেন। এদিকে সমাজসেবি আবু সালেহ
সৌদি আরব যাচ্ছেন বলে জানা গেছে।