ইখতিয়ার উদ্দীন আজাদ পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় বাংলাদেশ আওয়ামী
যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আওয়ামী যুবলীগ উপজেলা শাখার আয়োজনে ১১ নভেম্বর শনিবার সকাল ১০টায় উপজেলা আ.লীগের
দলীয় কার্যালয়ে কেক কাটানোর পর নজিপুর পৌর শহরের প্রধান প্রধান সড়ক র্যালিটি প্রদক্ষিণ শেষে
দলীয় কার্যালয়ের সামনে এক আলোচনা সভায় উপজেলা যুবলীগের আহবায়ক আব্দুল মজিদের
সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মহান জাতীয় সংসদের হুইপ ও ধামইরহাট-পতœীতলা
আসনের সাংসদ মোঃ শহীদুজ্জামান সরকার (বাবলু)। বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য দেন, জয়পুরহাট
জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, উপজেলা আ.লীগের সহসভাপতি সৈয়দ লতিফুর রহমান
শাহ্ধসঢ়; ফকির, উপজেলা আ.লীগের সহসভাপতি আব্দুল খালেক, উপজেলা আ.লীগের সহসভাপতি পিজুষ
রঞ্জন দাস, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল গাফফার, নজিপুর পৌর মেয়র রেজাউল কবির
চৌধুরী বাবু প্রমুখ। অনুষ্ঠানটির আহবান করেন উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক
জাহাঙ্গীর আব্বাসী শিপন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক বজলুর রশিদ, উপজেলা
আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা আ.লীগের অন্যতম সদস্য আবুল
কালাম আজাদ অরুণ, নজিপুর পৌর আ.লীগের সভাপতি শহিদুল আলম বেন্টু ও সাধারণ সম্পাদক
মিল্টন উদ্দিন, নজিপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদ সহ উপজেলার
বিভিন্ন ইউনিয়নের আ’লীগের অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।