স্পোর্টস ডেস্কঃ
বেশ আশা জাগিয়ে, নতুন ফ্র্যাঞ্চাইজের অধীনে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশ নিয়েছে রংপুর রাইডার্স। কিন্তু শুরুতেই হতাশ করেছে তারা। এখন পর্যন্ত খেলা তিন ম্যাচের দুটিতেই হেরেছে দলটি। তাই পয়েন্ট তালিকায় সাত দলের মধ্যে ষষ্ঠ স্থানে আছে তারা। দলের এই ব্যর্থতায় কিছুটা হতাশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তবে এখনই আশাহত হচ্ছেন না তিনি।
আজ শনিবার আসরে নিজেদের তৃতীয় ম্যাচে রংপুর হেরে গেছে রাজশাহী কিংসের কাছে। মাশরাফিদের করা ১৩৪ রানের জবাবে মুমিনুল-মিরাজরা আট উইকেট হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
দলের এই হারে হতাশ মাশরাফি বলেন, ‘সত্যি কথা বলতে কি আমাদের জন্য কাজটা এখন কঠিন হয়ে গেছে। শুরুতে পারফরম্যান্স ভালো না হলে পরে ঘুরে দাঁড়ানো কঠিন হয়ে যায়। তাঁরপরও আমি আশাহত হচ্ছি না। আমাদের পজেটিভ থাকতে হবে। তা হলে সব কিছু আরো কঠিন হয়ে যাবে।’
অবশ্য টস জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত ভুল ছিল বলে মনে করেন রংপুর অধিনায়ক, ‘এমনিতেই আমাদের ১৫-২০ রান কম হয়ে গেছে। প্রতিপক্ষের সামনে বড় সংগ্রহ দাঁড় করাতে না পারাটা আমাদের এই হারের অন্যতম কারণ। তা ছাড়া টস জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত ভুল ছিল। উইকেটের যে অবস্থা ছিল আগে ফিল্ডিং নিলেই ভালো হতো।