সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ০৮:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিষিদ্ধ হওয়া ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার রাজধানীতে নিষিদ্ধঘোষিত হিজবুত তাহরীরের ২ সদস্য গ্রেপ্তার বগুড়ায় আইন কর্মকর্তা নিয়োগ বিএনপি-জামায়াতপন্থি ১০৭ জন অতি বৃষ্টির কারণে লালমনিহাট জেলায় বন্যা নিম্ন অঞ্চল প্লাবিত বগুড়ায় ট্রাক পরিবহনের সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ১০ কোটি টাকার আত্মসাৎ ও মামলা টিএমএসএস সদস্যদের (RAISE) প্রকল্পের উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ দীর্ঘ ১৩ বছর পর আইনি লড়াইয়ের মাধ্যমে চাকুরী ফেরত পেলেন প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল পরিত্যক্ত চুল পুনরায় ব্যবহারের মাধ্যমে ভাগ্য বোনার চেষ্টা আদিতমারীর নারীদের। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর হলেন অ্যাডভোকেট তাজুল ইসলাম

বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া ছাড়া বিকল্প নেই : ফখরুল

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১১ নভেম্বর, ২০১৭
  • ৩৮৪ বার পড়া হয়েছে
সমাবেশের অনুমতি দেওয়া ছাড়া বিকল্প নেই : ফখরুল

বাংলার প্রতিদিন ডটকম, 

বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া ছাড়া বিকল্প নেই বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ফখরুল বলেন, ‘আমরা এই সমাবেশ অনুষ্ঠান করতে চাই। কিন্তু কেন তারা এই সমাবেশের অনুমতি দিয়েছে এটা তাদের ব্যাপার। তবে একটা কথা স্পষ্ট করে বলতে চাই, এ ছাড়া তাদের কোনো বিকল্প নেই। গণতান্ত্রিক ধারা তাদের ফিরিয়ে আনতে হবে। নির্বাচনের পরিবেশ ফিরিয়ে আনতে হবে এবং জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে হবে, তা না হলে তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।’

বিএনপি নেতা আরো বলেন, ‘আপনারা জেনেছেন যে, সরকার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যে জনসমাবেশ তার লিখিত অনুমতি এতদিন প্রদান করেনি, ঢাকা মেট্রাপলিটান পুলিশর সম্মতিপত্র আমাদের হাতে এসে পৌঁছেছে। ২৩টি শর্ত দিয়ে তারা আমাদের সমাবেশ পালন করার অনুমতি দিয়েছে। এই সরকার আসার পর থেকেই সমাবেশ অনুষ্ঠন ও ন্যূনতম গণতান্ত্রিক কোনো অনুষ্ঠান পালনে তারা একটা আইন করেছে। যেহেতু আমরা আইনের শাসনকে বিশ্বাস করি, আমরা চেষ্টা করি এই একটা প্রবর্তনমূলক আইন, তা মানতে।’

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের শাসকদলের সাধারণ সম্পাদক (ওবায়দুল), তিনি এই সমাবেশকে কেন্দ্র করে কয়েকটি কথা বলেছেন : বিএনপি যেহেতু সকল সভা সমাবেশে নিজেদের মধ্যে কোন্দল সৃষ্টি করে, সেহেতু তাদের অনুমতি দেওয়ার ক্ষেত্রে পুলিশকে অনেক কিছু বিবেচনা করতে হয়। আমরা বলি, এটা সর্বদা মিথ্যা, বিএনপি এখন পর্যন্ত এ মানের সমাবেশে কোনো বিশৃঙ্খলা করেনি। দুঃখজনকভাবে তাদের সমাবেশে প্রতিদিন আমরা খবরের কাগজে পাই, কোন্দল হচ্ছে, গোলমাল হচ্ছে। মারামারি এমনকি একে অপরকে হত্যা করছে। সাধারণ সম্পাদককে অনুরোধ করব, এ ধরনের ভিত্তিহীন তথ্য না দিয়ে এ রকম একটি গণতান্ত্রিক পরিবেশে চলে যাওয়ার জন্য আমরা যে চেষ্টা করছি, সেই প্রক্রিয়াকে সমর্থন জানিয়ে পজিটিভ (ইতিবাচক) কথা বলুন।’

মহাসচিব বলেন, ‘এই গণসমাবেশে সকল নেতাকর্মীকে সবর্দা সতর্ক থাকতে বলা হচ্ছে যে, চরম উসকানিতেও আপনারা ধৈর্য ধরে এই সমাবেশকে সফল কারার জন্য সর্বাত্মক চেষ্টা করবেন।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল।

বিএনপির বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামীকাল রোববার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে দলটি। এতে যোগ দেবেন সাবেক প্রধানমন্ত্রী ও দলের চেয়ারপারসন খালেদা জিয়া।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451