বাংলার প্রতিদন ডটকম,
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি জঙ্গিবাদের মদদদাতা ও দুর্নীতিবাজ। তাদের মুখে রাজনীতির গুণগত পরিবর্তনের কথা মানায় না।
আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ায় ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নে উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় কাদের এসব কথা বলেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, ‘এই দেশে যারা নষ্ট রাজনীতির সূচনা করেছে। সাম্প্রদায়িক শক্তির পৃষ্ঠপোষক, জঙ্গিবাদের বিস্তার ঘটিয়েছে। তারা যদি আজ বলে গুণগত পরিবর্তন, রাজনীতি, ভূতের মুখে রাম নাম ধ্বনি নয় কি? যারা আগুনে শত শত মানুষ পুড়িয়েছে প্রতিহিংসার বিদ্বেষে।’
বঙ্গবন্ধুর ভাষণ বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পাওয়ায় শাহবাগে মোমবাতি প্রজ্বালন করেছে ৭ মার্চ উদযাপন কমিটি।
গতকাল রোববার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জনসভায় খালেদা জিয়া বলেন, তাঁর দল শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাবে না। তিনি আরো বলেন, ‘ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য প্রয়োজন একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন।