বাংলার প্রতিদিন ডেস্কঃ
আগামী সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন(ইভিএম) ব্যবহার করা হবে না এবং সেনা মোতায়েন করা হবে বলে জানালেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।
সোমবার বিকেলে নির্বাচন ভবনে তিনি কয়েকটি গণমাধ্যমকে এসব কথা জানান।
মাহবুব তালুকদার জানান, পুরাতন ইভিএম অকার্যকর ঘোষণা করা হয়েছে। কিছু ভালো আছে সেগুলো দিয়ে রংপুর কিংবা অন্য জায়গায় ব্যবহার করা যায় কিনা দেখা হবে।
তবে আগামী সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করতেই হবে এমন চিন্তা কমিশনের নেই।তিনি জানান, আমাদের ইভিএম ব্যবহারের প্রাথমিক প্রস্তুতি নেই।
এ পর্যন্ত যে দশা দেখছি এটা ব্যবহার করা সম্ভব নয়। আমাদের একটা স্বচ্ছ নির্বাচন করতে হবে।
সেই স্বচ্ছ নির্বাচন প্রশ্নবিদ্ধ যন্ত্র দিয়ে হবে না।প্রধান নির্বাচন কমিশনার ও আমাদের সবার অনুভূতি হচ্ছে যে, এই নির্বাচনে সেনা মোতায়েন করতে হবে।
সেনাবাহিনীকে আমরা কীভাবে কাজে লাগাব, কী প্রক্রিয়ায় তারা যুক্ত হবে এখনো সেটা বলার সময় হয়নি।তিনি আরো বলেন, কমিশন এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি।
এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। সময়ই বলে দেবে সেনা মোতায়েন কীভাবে হবে। সময়ের পরিপ্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নেব। আমরা কখনোই বলব না যে, সেনা মোতায়েন হবে না।