ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ ফুলবাড়িয়া পৌর এলাকার ওষুধের
দোকানগুলোতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মেয়াদত্তীর্ণ ওষুধ ও
ইনজেকশন উদ্ধার করে এবং মেয়াদত্তীর্ণ ঔষধ রাখার দায়ে ভ্রাম্যমান আদালত
৫টি ওষুধের দোকন মালিককে জরিমানা করেন। পৌর এলাকার নাহার মেডিকেল
হল ৪০ হাজার, বারী মেডিকেল হল ২০ হাজার, সোহেল মেডেসিন পয়েন্ট ৪০
হাজার, এ এম ফার্মেসিকে ২৫ হাজার ও সোহরাব মেডিকেল হলকে ৫ হাজার
টাকা জরিমানা করা হয়। জব্দকৃত মেয়াদত্তীর্ন ওষুধগুলো উপজেলা পরিষদের
মাঠে সকলের সসামনে পুড়িয়ে দেয়া হয়। সোমবার সন্ধ্যায় এ ভ্রাম্যমান
আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লীরা তরফদার। এর
প্রতিবাদে পৌর সদরে ঔষধের দোকানগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযানে
জরিমানা করায় সোমবার বিকাল থেকে সকল ফার্মেসি বন্ধ রয়েছে। ফলে
ভোগান্তির শিকার হচ্ছেন রোগিসহ স্বজনরা। অভিযান চালিয়ে মেয়াদত্তীর্ণ
ঔষধ এবং ইনজেকশন পেয়েছিল আদালত।