বাংলার প্রতিদিন ডটকম,
বিপিএল ক্রিকেট খেলায় বাজি ধরাকে কেন্দ্র করে মানারাত বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাসিম আহাম্মেদ হত্যার ‘মূল’ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার ভোরে কুমিল্লা থেকে মো. আসিফ (২১) নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী। তিনি আরো বলেন, ‘এ সময় তাঁর কাছ থেকে হত্যায় ব্যবহৃত একটি রক্তমাখা চাকু উদ্ধার করা হয়েছে।’
গত ৬ নভেম্বর সকালে বাড্ডা থানা এলাকায় পোস্ট অফিসের গলির ৪ নম্বর বাসার সামনে খুন হন মানারাত বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাসিম আহমেদ। এ ঘটনায় নাসিমের বাবা আলী আহমেদ সাইফ উদ্দিন বাদী হয়ে বাড্ডা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ওসি আরো জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় আসিফের অবস্থান শনাক্ত করে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, নাসিম আহাম্মেদ ইমাদ উদ্দিন মানারত বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্র ছিলেন। গত ৫ নভেম্বর রাত ৯টায় টেলিভিশনে ক্রিকেট খেলা চলছিল। একটি ফ্লেক্সিলোডের দোকানে ক্রিকেট খেলা নিয়ে বাজি ধরাকে কেন্দ্র করে নাসিমের সঙ্গে আসিফের ঝগড়া হয়।
পরের দিন সকালে নাসিম পূর্ব বাড্ডা পোস্ট অফিস গলির একটি দোকানে নিজিসপত্র কেনার জন্য যায়। এ সময় কয়েকজন তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে অতিরিক্ত রক্তক্ষরণে নাসিম মারা যান।