আশরাফুল, নিজেস্ব প্রতিবেদকঃ
মানিকগঞ্জে পাইপ লাইনের গ্যাসের আগুনে দগ্ধ হয়েছেন স্বামী-স্ত্রী। গুরুতর আহতাবস্থায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
আজ বুধবার ভোর ৫টার দিকে মানিকগঞ্জ শহরের গঙ্গাধর পট্টি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, ভোর ৫টার দিকে সাবিনা ইয়াসমিন রান্নাঘরে গিয়ে ম্যাচের কাঠি দিয়ে গ্যাস জ্বালাতে গেলে বিকট শব্দে বার্নার বিস্ফোরিত হয়।
এ সময় পুরো ঘরের ভেতর আগুন ধরে গেলে অগ্নিদগ্ধ হয় সাবিনা ইয়াসমিন। তাঁর চিৎকারে স্বামী হামিদুর রহমান এগিয়ে গেলে তিনিও অগ্নিদগ্ধ হন।
টের পেয়ে সঙ্গে সঙ্গে প্রতিবেশীরা দম্পতিকে উদ্ধার করে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) লুৎফর রহমান জানান, সাবিনার শরীরের ৭০ ও হামিদুর রহমানের ৪০ শতাংশ পুড়ে গেছে। সেজন্যই উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
হামিদুর রহমান ঢাকার মিরপুরের আল রাহিয়ান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।