গ্রেফতারকৃতরা হলেন- কমলগঞ্জ থানার উত্তর কালেঙ্গা গ্রামের উস্তার
উল্লাহর দুই ছেলে স্বপন মিয়া (১৯) ও মিজান মিয়া (২১) এবং হবিগঞ্জের
নবীগঞ্জ উপজেলার পিটুয়া সদরাবাদ গ্রামের গোলাম রাব্বানীর পূত্র মোঃ আকমল
(২৫)।
গ্রেফতারকৃতদের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।