মির্জাপুর(টাঙ্গাইল) প্রতিনিধি:
বাবা মায়ের সেবা করি, আতœতুষ্টির জীবন গড়ি এই ম্লোগান নিয়ে মা-বাবার প্রতি সন্তানের দায়িত্ব
ও কর্তব্য বিষয়ক এক আলোচনা সভা এবং আলোচনা শেষে অসহায় বৃদ্ধ-বৃদ্ধা মা-বাবাদের মাঝে বিনামুল্যে
তৈজসপত্র ও ঔষধপত্র বিতরণ করা হয়েছে।এ উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহনে
আয়োজন করা হয় মা-বাবার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক রচনা প্রতিযোগিতা।গতকাল
সোমবার টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগ্যে এ ভিন্নধর্মী অনুষ্ঠানের আয়োজন করা
হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা সমাজ অধিদপ্তরে উপ পচিালক মো. আব্দুল হামিদ
মিয়া।অনুষ্ঠানের মুল আয়োজক ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন।বক্তব্য রাখেন, উপজেলা
নির্বাহী অফিসার ইসরাত সাদমীন, পরিষদের ভাইস চেয়ারম্যান এএসএম মোজাহিদুল ইসলাম মনির,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ধেসঢ়;্রর মেডিক্যাল অফিসার ডা. নাজিয়া আক্তার ও উপজেলা সমাজ সেবা অপিসার
মোহাম্মদ খায়রুল ইসলাম।পরে বিভিন্ন এলাকা থেকে আসা বৃদ্ধ-বৃদ্ধাদের মধ্যে বিনামুল্যে তৈজসপত্র ও রোগ
নিরাময়ের জন্য ঔষধপত্র বিতরণ করা হয়।