ফরহাদ/হেলাল শেখ ,আশুলিয়া ঃ
ঢাকার সাভার উপজেলার আশুলিয়া থানার বিভিন্ন এলাকায় একটি চক্র দেশের উপর
মহলের কিছু লোকজনের নাম বলে, নানা কৌশলে মানুষকে জিম্মি করছে, সেই
সাথে চাঁদাবাজি, ছিনতাই, অপহরণ, ডাকাতি, খুন ও প্রতারণাসহ বিভিন্ন
ক্রাইম করছে।
এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে, বহিরাগত মনির, রিপন, মাসুদ, পলাশ ও
শ্রী তাপস কুমারসহ কয়েকজন ব্যক্তি আশুলিয়ায় কখনো পুলিশ, কখনো
রাজনৈতিক নেতার নাম ভাঙ্গিয়ে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিদের আশ্রয় প্রশ্রয়ে
বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করে প্রকাশ্যে চলাফেরা করায় জনমনে নানা প্রশ্ন
দেখা দিয়েছে। এতে সরকার ও সরকার দলের নেতা কর্মীদের বদনাম হচ্ছে বলে অনেকেরই
অভিমত।
২৩ নভেম্বর ২০১৭ ইং সরেজমিনে গিয়ে ঢাকার আশুলিয়ার জামগড়া, ভাদাইল,
শাহজাহান মার্কেট এলাকার মকছেদ ও সুমন বলেন, মনিরুজ্জামান মনির এলাকার
বেকার যুবকদের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চাকুরি দেওয়ার কথা বলে
মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে।
উক্ত প্রতারক চক্র প্রাথমিক পর্যায়ে বাবুল, মামুন এর কাছ থেকে ৬৩ হাজার টাকা
নিয়েছে, এরপর শিল্প কারখানার স্টাফ কামরুল এর কাছ থেকে পুলিশ তদন্ত করার কথা বলে
৩০ হাজার টাকা নিয়েছে মনির। এ বিষয়ে প্রতারক চক্রের একজন তাপস কুমার
বলেন, তার মাধ্যমে ৮ থেকে ১০ জনের কাছ থেকে মনিক প্রায় লক্ষাধিক টাকা নিয়ে
চাকুরিও দিচ্ছেন না এবং টাকাও ফেরত দিচ্ছেন না। সর্বশেষ চাকুরি বা টাকা
ফেরত দেওয়ার কথা বলা হয় আগামী ৩০ নভেম্বর ২০১৭ ইং। এলাকার কেউ ওই প্রতারক
মনিরের চক্রের ভয়ে মুখ খুলতে স্ধাসঢ়;হস পায় না বলে অনেকেই জানান।
এ ব্যাপারে মনিরের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি রাজনীতি করি,
সাধারণ জনগণ আমার কাছে চাকুরিসহ বিভিন্ন সমস্যা নিয়ে আসেন, আমি
অনেককেই সহযোগিতা করে থাকি। আমার সাথে তাদের কিছু টাকার লেনদেন
আছে, আমার শক্রপক্ষ বিষয়টি ভিন্ন ভাবে এলাকার জনগণকে ভুল বুঝাচ্ছে।
উক্ত ব্যাপারে এলাকাবাসী মাননীয় এমপি সাহেব ও এলাকার রাজনৈতিক নেতা
এবং সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কমানা করছেন।