প্রখ্যাত সংগীতশিল্পী বারী সিদ্দিকীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
শোকবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের মানুষ একজন জনপ্রিয় বাংলা লোকসংগীতশিল্পীকে হারাল। যত দিন লোকসংগীত থাকবে, তত দিন বারী সিদ্দিকী বেঁচে থাকবেন।
বিশিষ্ট সংগীতসাধক, গীতিকার ও বংশীবাদক বারী সিদ্দিকীর আত্মার মাগফিরাত কামনা করে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী।
হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে রাজধানীর একটি হাসপাতালে মারা যান সংগীতশিল্পী বারী সিদ্দিকী।
হাসপাতাল থেকে সকাল ৭টার দিকে রাজধানীর ধানমণ্ডির বাড়িতে তাঁর মরদেহ নেওয়া হয়। এর পর সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টায় কর্মস্থল বাংলাদেশ টেলিভিশনে অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা।
১৯৯৯ সালে হুমায়ূন আহমেদের ‘শ্রাবণ মেঘের দিন’ ছবিতে তিনটি গান গেয়ে আলোচনায় আসেন বারী সিদ্দিকী। ‘আমার গায়ে যত দুঃখ সয়’,‘মানুষ ধরো মানুষ ভজো,‘পুবালি বাতাসে’ এগুলো তাঁর জনপ্রিয় কিছু গান।