ছলিম উল্লাহ,নিজেস্ব প্রতিনিধিঃ
জাতীয় ইলিশ মাছ একটু আকারে বড় হলে ব্যবসায়ীরা দাম হাকায় আকাশ চুম্বী । আল্লাহর নেয়ামত দিয়েছে আমাদের জন্য । এই মাছ কারো কস্টের ফসল নয় , যে উৎপাদন খরছ বেশি হয়েছে ,না মোটে ও না , ছোট ইলিশ যে জালে এসেছে একটু আকারে বড় হতে পারে একই জালে এসেছে । তাই বলে দাম ধরা ছোঁওয়া বাহিরে হবে ক্রেতারা মানতে রাজি নয় ।
বাজার নিয়ন্ত্র এবং নিয়মিত মনিটরিং থাকলে এমন সুযোগ বা পায়দা হাসিল করতে পারতনা ব্যবসায়িরা । গতকাল সেকশন-১২ মিরপুর সপ্ন সুপার মার্কেটে প্রজেনবক্স ইলিশের দাম লিখে রেখেছে পিজ ১৯৮০ টাকা ,আকারে একটু বড় ,তাই বলে এমন জুলুম মুল্য কসবে বিক্রেতারা তা জনগণ মানতে চায় না ।এই চওড়া দামের কারনে এই ইলিশ মাছ ৩-৪ দিন প্রজেনবক্সে পড়ে থাকে কোন শখের ক্রেতার অপেক্ষা ।আমাদের দেশে বাজার নিয়ত্রন থাকলে ব্যবসায়ীরা এই সুযোগ নিতে পারতনা ।