আল মামুন জয়পুরহাট প্রতিনিধি,
কৃষি জমি রক্ষায় ও নদীর নাব্যতা ফিরিেেয় আনতে জয়পুরহাটে ৩০ লক্ষ্যটাকা
ব্যায়ে তুলসীগঙ্গা নদীর পুন: খনন কাজ শুরু করা হয়েছে। শুক্রবার বিকেলে জেলার
পাঁচবিবি উপজেলা কলন্দপুর ঘাটে খনন কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ
সদস্য এ্যাড: সামছুল আলম দুদু।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাজীবুল আলম, বরেন্দ্র
কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী আল মামুনুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের
সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডল।
৩০ লক্ষ টাকা ব্যায়ে ৩ কিলোমিটার এই নদীর খনন কাজ চলবে ২ মাস। খনন
কাজ শেষ হলে কৃষি জমির সেচ সুবিধাসহ বিলুপ্ত প্রায় দেশীয় জাতের মাছ
চাষ হবে এই নদীতে।