সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা:
সম্মেলনের এক বছর পেরিয়ে গেলেও কমিটি গঠিত হয়নি সখীপুর উপজেলা ও পৌর
বিএনপি’র । ২০১৬ সালের ২১ নভেম্বর দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় সখীপুর
উপজেলা ও পৌর বিএনপি’র। ফলে চরম ভাবে ব্যহত হচ্ছে দলীয় কার্যক্রম। কমিটি না থাকায়
দলীয় সকল কর্মসূচি আলাদা ভাবে পালন করে আসছে বিএনপি’র দুটি গ্রুপ। একটি
বিএনপির কেন্দ্রিয় ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান গ্রুপ অপরটি সখীপুর
উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মোহাম্মদ হাবিব গ্রুপ। রাতের আধারে
সরিয়ে নেয়া হয়েছে সখীপুর উপজেলা রোডের দলীয় কার্যালয় । সখীপুর বাসাইলের
জনপ্রিয় নেতা বাসাইল উপজেলা চেয়ারম্যান কাজী শহিদুল ইসলাম, সখীপুর উপজেলা
বিএনপির প্রতিষ্ঠা শেখ মোহাম্মদ হাবিব, সখীপুর উপজেলা যুবদলের সাবেক সাধারণ
সম্পাদক আ: বাছেদ সিকদার নাসির উদ্দিন কমিশনার এবং উপজেলা স্বেচ্ছাসেবকদল
সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীরের দলীয় সদস্যপদ স্থগিত করার মধ্যদিয়ে রাজনীতি উত্তপ্ত
হয়ে উঠে বিএনপি’র। ফলে সখীপুর এবং বাসাইলে অবাঞ্ছিত ঘোষনা করা হয় বিএনপির
কেন্দ্রিয় ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আযম খানকে। আহমেদ আযম খানের যে
কোন কর্মসূচিকে প্রতিহত করার ঘোষনা দিয়েছে অপর গ্রুপ । এঘটনার পর থেকে
এডভোকেট আহমেদ আযম খান বিনা বাধায় সখীপুর উপজেলা সদরে কোন
কর্মসূচিতে অংশ গ্রহন করতে পারছেন না। ইফতার মাহফিল, বিএনপি ও ছাত্রদলের
প্রতিষ্ঠা বার্ষিকী, কেন্দ্র ঘোষিত গুরুত্বপূর্ণ কর্মসূচি এবং ৭ই নভেম্বর বিপ্লব ও
সংহতি দিবসের মত দলীয় গুরুত্বপূর্ণ কর্মসূচিতেও অংশ গ্রহণ করতে পারছেন না
এডভোকেট আহমেদ আযম খান। সর্বশেষ ২৭ অক্টোবর যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীর
কর্মসূচিতে আহমেদ আযম খান যোগদানের চেষ্টা করে ব্যর্থ হন। ঐ অনুষ্ঠানে দুই
গ্রুপের সংঘর্ষের কারনে অনুষ্ঠান পন্ড হয় এবং পরে সখীপুর পৌর শহরের অদূরে বংকী
চৌরাস্তা এলাকায় সংক্ষিপ্ত পথসভা করেন বিদায় নেন। বিএনপি নেতাকর্মীরা দ্রুত
কমিটি গঠনের দাবী জানান।
এপ্রসঙ্গে টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি সামছুল আলম তোফা বলেন,
সম্মেলনের পরে সখীপুরের কেউ কমিটি নিয়ে আমাদের সাথে যোগাযোগ করেনি ফলে
কমিটি গঠনে বিলম্ব হচ্ছে। তবে হাইকমান্ডের নির্দেশ অনুযায়ী অচিরেই সংগঠনকে
শক্তিশালী করার জন্য সকল প্রকার ভুলবুঝা-বুঝির অবসান ঘটিয়ে সবাইকে ঐক্যবদ্ধ করে
সুন্দর একটি কমিটি উপহার দেওয়া হবে।
প্রসঙ্গত; সখীপুরে ২০১৬ সালের ২১ নভেম্বর দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়
সখীপুর উপজেলা ও পৌর বিএনপি’র। সম্মেলনে শাহজাহান সাজুকে সভাপতি ও নাসির
উদ্দিনকে সাধারণ সম্মাদক করে উপজেলা এবং নাজিম উদ্দিন আহমেদকে সভাপতি ও মীর
আবুল হাশেম আজাদকে সাধারণ সম্পাদক করে সখীপুর পৌর বিএনপির কমিটি ঘোষনা
করা হয়। কিন্তু শেখ মোহাম্মদ হাবিবের নেতৃত্বাধীন বিএনপির অপরগ্রুপ ওই সম্মেলন
বর্জন করে শরীফ হোসেন পাপ্পুকে সভাপতি ও আমিনুল ইসলামকে সাধারণ সম্পাদক করে
উপজেলা এবং আঃ বাছেদ সিকদারকে সভাপতি ও নাসির উদ্দিনকে সাধারণ সম্পাদক করে
সখীপুর পৌর বিএনপির পাল্টা কমিটি ঘোষনা করে ।