মোঃ আব্দুর রহিম, মৌলভীবাজার জেলা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখা
উপজেলার ৮ স্থানে বসানো হয়েছে পুলিশের নিরাপত্তা চৌকি। উপজেলা শহরের
প্রবেশপথসহ বিভিন্ন সড়কে পুলিশের রাত্রিকালীন এ তল্লাশি জোরদার করা
হয়েছে।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাত থেকে এ তল্লাশি চৌকির কার্যক্রম চালু করা
হয়েছে। এসময় সন্দেহভাজন প্রতিটি গাড়ি তল্লাশি করতে দেখা গেছে পুলিশ
সদস্যদের।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) আবু ইউছুফ,
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান, পুলিশ
পরিদর্শক (তদন্ত) দেবদুলাল ধর, উপ-পরিদর্শক (অপারেশন) অমিতাভ দাস
তালুকদার, উপ-পরিদর্শক ইয়াকুব হোসেন প্রমুখ।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান তল্লাশি
চৌকি চালুর বিষয়টি নিশ্চিত করে শুক্রবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় বলেন, ‘জন
নিরাপত্তার জন্য এ তল্লাশি কার্যক্রম এখন থেকে চালু থাকবে।’
এ ব্যাপারে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) আবু
ইউছুফ শুক্রবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় বলেন, ‘অপরাধিরা অপরাধ করে যাতে
সহজে পালিয়ে যেতে না পারে। এ জন্য এ চেক পোস্টের গতিশীলতা আনা হয়েছে।
নাগরিকদের স্বস্তিতে রাখাই পুলিশের কাজ।
থানা এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিতের জন্য চৌকি বসিয়ে এ তল্লাশি
অভিযান অব্যাহত থাকবে।