বাংলার প্রতিদিন ডটকম,
রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের স্বার্থ না দেখে মিয়ানমারের কাছে সরকার বিক্রি হয়ে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অনির্বাচিত বলেই এই সরকারের কোনো রকমের আত্মসম্মান বোধ নেই। এ জন্যই মিয়ানমারের স্বার্থের কাছে নিজেদের বিক্রি করে দিয়েছে।
সরকারের ওপর কারও কোনো চাপ আছে কি-না তা জাতির সামনে বলা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
রোববার সন্ধ্যায় কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মদিন উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভার পর জন্মদিন উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাষ্ট্রদূত সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এত বড় কূটনৈতিক অর্জন নাকি আর কখনও হয়নি। মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানো হয়েছে, তার প্রতিবাদ সরকার করতে পারেনি। অথচ মিয়ানমার সরকার যা বলেছে তা-ই এ সরকার মেনে নিয়ে চুক্তিতে সই করেছে। রোহিঙ্গারা কোথায় গিয়ে বাস করবে। তাদের ঘর নেই, বাড়ি নেই, সব পুড়িয়ে ফেলা হয়েছে, তাদের খাওয়ার কোনো সংস্থান নেই। এসব কিছুই বলা হয়নি। তাহলে এই চুক্তি বাস্তবায়ন কীভাবে হবে তা নিয়ে সন্দেহ রয়েছে।
আগামী নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, আগামী নির্বাচন আওয়ামী লীগ নয়, নিরপেক্ষ সরকারের অধীনে হতে হবে। কারণ এই সরকারকে কেউ বিশ্বাস করে না। এই সরকার ক্ষমতায় এসেছে বিনাভোটে।
প্রধান বিচারপতি সুরন্দ্রে কুমার সিনহার পদত্যাগের পরও প্রধান বিচারপতি পদে কাউকে নিয়োগ না করায় সাংবিধানিক সংকট তৈরি হয়েছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শফিউল বারী বাবু। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া জুয়েল। বক্তব্য রাখেন সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী , বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, মো. ফজলুর রহমান প্রমুখ।