অনলাইন ডেস্কঃ
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি দীর্ঘদিন ক্ষমতায় নেই। এটা একটা ক্ষমতার দল। ক্ষমতায় না থাকলেই তাঁদের মধ্যে অস্থিরতাটা বাড়ে।’
আজ সোমবার বিরল রোগে আক্রান্ত লাবিদ আল লিখনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে যান ওবায়দুল কাদের। সেখানে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, ‘২০১৪ সালে বিএনপির গণতন্ত্র রক্ষার আন্দোলন জনগণ প্রত্যাখ্যান করেছিল, তাই হতাশা থেকে যখন যা খুশি বলছেন দলটির নেতারা।’ তিনি আরো বলেন, ‘বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার পর থেকেই বিএনপির গাত্রদাহ শুরু হয়েছে।’ বিএনপি এই স্বীকৃতি মেনে নিতে পারছে না বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।
সেতুমন্ত্রী বলেন, ‘তাদের (বিএনপি) তো সংগ্রাম আন্দোলনের অভিজ্ঞতা নেই, ইতিহাস নেই। এ দলটি আন্দোলন করে ক্ষমতা যাওয়ার সক্ষমতা , সাহস এটা তারা যত দিন বিরোধী দলে আছে, এর প্রমাণ নেই।