বাংলার প্রতিদিন ডটকম,
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সাংগঠনিক ঐক্য ও আন্দোলন গড়ে তুলে আগামী নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে বর্তমান সরকারের পতন ঘটানো হবে।’ তিনি অভিযোগ করেন, ক্ষমতাসীনরা বিনাভোটে সরকার গঠন করে দেশের প্রশাসন, বিচার বিভাগ, অর্থনীতি ধ্বংস করে দিয়েছে।
আজ সোমবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মদিন উপলক্ষে বিএনপি ঢাকা মহানগর উত্তর ওই আলোচনা সভার আয়োজন করে।
মির্জা ফখরুল বলেন, ‘আজকে আবার ঘরে ঘরে হাত তুলে মানুষ দোয়া চাইছে যে জালিম সরকারের কাছ থেকে কবে মুক্তি পাব। আমাদের একটা নির্বাচনের মধ্য দিয়ে এবং সকল দলের অংশগ্রহণের মধ্য দিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে সেখানেই একমাত্র সমাধান আছে।’
মির্জা ফখরুল আরো বলেন, ‘আমাদের ঐক্য সৃষ্টি করতে হবে, সংগঠন সৃষ্টি করতে হবে এবং আন্দোলনের মুখেই নির্বাচনে যেতে হবে, সেখানে আমাদের জয়লাভ করতে হবে।’
বিএনপি মহাসচিব বলেন, ‘কথায় কথায় ক্ষমতাসীন দলের নেতারা দেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে তুলে ধরেন যা শুধুই কাল্পনিক।’ ক্ষমতায় টিকে থাকতে সরকার একে একে সব প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলেছে বলেও অভিযোগ করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘উন্নয়নের রোল মডেলের কী অবস্থা? ঢাকা থেকে উত্তরা যেতে আড়াই ঘণ্টা। আজ ব্যাংকগুলো লুট করে নিয়েছেন আপনারা। উন্নয়নের কথা বলে মেগা প্রজেক্ট তৈরি করছেন। ফ্লাইওভার, এলিভেটেড এক্সপ্রেসওয়ে সব তৈরি করছেন। এলিভেটেড এক্সপ্রেসওয়ে মেগা চুরির জন্য।