হেলাল শেখ ,আশুলিয়াঃ
নিখোঁজের ১৪ দিন পর রাইস মিল কর্মচারী আফজাল হোসেন (৪০) এর লাশ ঢাকার আশুলিয়ার
একটি হিন্দু বাড়ির ঘরের খাটের নিচে মাটিচাপা অবস্থায় উদ্ধার করেছেন পুলিশ।
সোমবার বিকালে ঢাকার আশুলিয়ার শিমুলিয়া এলাকার ছোট কালু মনি দাসের ছেলে সঞ্জয় (২৫)
এর ঘরের খাটের নিচে লাশটি খুঁজে পায় পুলিশ। এ ঘটনায় কথিত প্রেমিকা দ্বীপা ও তার
বিয়াই সঞ্জয়কে গ্রেফতার করেছেন পুলিশ। নিহত আফজাল মানিকগঞ্জের ঘিওর থানার
বানিয়াজুড়ি এলাকার আলম বিশ্বাসের রাইস মিলের কর্মচারী হিসেবে কাজ করতেন। তিনি
হরিরামপুর থানার ইজদিয়া যাত্রাপুর এলাকার মৃত রহিম শেখের ছেলে।
এ ব্যাপারে মানিকগঞ্জ জেলার ঘিওর থানার উপ-পরিদর্শক (এসআই) হযরত আলী ও আশুলিয়া থানার
উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, ১৪ নভেম্বর সন্ধায় আফজাল হোসেন নিখোঁজ
হন। এ ব্যাপারে ওই মিল মালিক আলম বিশ্বাস থানায় একটি সাধারণ ডায়েরী করেছিলেন। পরে
পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তথ্য মেলে ওই এলাকার ২ সন্তানের জননী প্রশান্ত কুমারের স্ত্রী
দ্বিপা (২৫) এর সঙ্গে আফজালের পরকীয়া প্রেমের সম্পর্ক ছিলো।
এলাকাবাসী ও পুলিশ জানায়, দ্বিপা প্রেমের অভিনয়ে আফজালের কাছ থেকে প্রায় ৪ লাখ টাকা
হাতিয়ে নিয়েছে। এক পর্যায়ে বেড়ানোর কথা বলে কৌশলে শিমুলিয়া এলাকায় দ্বিপা বিয়াই
সঞ্জয়ের বাড়িতে আফজালকে নিয়ে সেখানে বেদম মারধর করে হাত-পা বেঁধে শ্বাসরোধে
প্রেমিক আফজালকে হত্যা করে সেই লাশ খাটের নিচে প্রায় ৪ফিট মাটির নিচে চাপা দিয়ে
রাখে তারা।
এ ঘটনায় দ্বিপাকে পুলিশ আটক করলে তার কাছ থেকে পুলিশ জানতে পারে তার বিয়াই সঞ্জয়ের
বাড়িতে আফজালের লাশ পুঁতে রাখা হয়েছে। ওই তথ্যেও ভিত্তিতে পুলিশ সোমবার বিকালে সঞ্জয়ের
বাড়ির খাটের নিচ থেকে ঘটনার ১৪দিন পর আফজালের লাশটি উদ্ধার করেন। আশুলিয়া এলাকায়
আবার হত্যাকান্ড বাড়ছে বলে অনেকেরই অভিমত।