গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে বাংলাদেশ-ভারত
প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে
গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে আয়োজিত
এ প্রীতি ফুটবল ম্যাচে ভারতের পশ্চিম বঙ্গের উত্তর ২৪ পরগনা
জেলা ডেটারেন্স ক্রীড়া সংস্থা ও গোপালগঞ্জ জেলা সোনালী
অতীত ক্লাব অংশ নেয়।
প্রীতি ম্যাচটি গোল শূন্য ভাবে ড্র হয়। এ ম্যাচে
বাংলাদেশ ও ভারতের খ্যাতিমান ফুটবলাররা অংশ নেন। দ্#ু৩৯;দলের
খেলা উপভোগ করতে গোপালগঞ্জ শেখ মনি স্টেডিয়ামে
প্রচুর দর্শক সমাগম ঘটে। খেলা শেষে প্রধান অতিথি
জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার দ্#ু৩৯;দলের
খেলোয়াড়দের হাতে ক্রেস্ট, সম্মাননা স্মারক ও মেডেল তুলে
দেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুলিশ সুপার মো: সাঈদুর
রহমান খান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক
মাহাবুব আলী খান, পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকু
বক্তব্য রাখেন।