মোঃ নুর আলম,চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধিঃ
চিরিরবন্দরে উপজেলা হাজির মোড়ে পুকুরে ঢল নেমে আসছে।
মাছ ধরার জন্য ধুম পড়েছে কোনঠে বাহে আইস মাছ ধরি।
গতকাল মঙ্গলবার সকাল ৮ টায় ওই এলাকায় গিয়ে দেখা গেছে,
পুকুরে মাছ ধরতে নামে কয়েক গ্রামের শত শত মানুষ। রাস্তার
উপরে দাঁড়িয়ে তাদের উৎসাহ দিচ্ছেন। তাদের বন্ধুবান্ধব ও
আতœস্বজনেরা বলেছেন, কোনঠে বাহে আইস মাছ ধরিবার
যাইবেন না।
চিরিরবন্দর উপজেলা হাজির মোড়ে ঘুরে দেখা যায় মাছ ধরার
জন্য গ্রামে শত শত মানুষ ব্যস্ত। নারী ও শিশুসহ বৃদ্ধরাও রয়েছে এ
দলে। সবার হাতে রয়েছে জাল ও মাছ রাখার পাত্র। এছাড়াও যাদের
মাছ ধরার সরঞ্জাম নাই তারাও দু হাত দিয়ে মাছ ধরতে নেমে
পড়েছে কাঁদার মধ্যে। বিভিন্ন ধরনের মানুষকে দেখে মনে হয়,
এখানে মাছ ধরার উৎসবে মেতে উঠেছে। বিভিন্ন এলাকার
যুবকেরা মাছ দেখার জন্য রাস্তা পাশ্বে তৈরী করেছেন অস্থায়ী
সাইকেল গ্যারেজ। বাইরের অতিথি মনিরুল ইসলামের সঙ্গে
কথা হলে তিনি জানান, আমি কখনো এভাবে মাছ ধরার উৎসব
দেখিনি। বিভিন্ন ধরনের নারী ও শিশুসহ বৃদ্ধরাও রয়েছে এ দলে।
দিনাজপুর মুন্সিপাড়া জাহিদ বলেন, মাছ ধরার এবং মাছ মারার
দৃশ্য আলাদা। সবাই মিলে একতা বদ্ধ হয়ে মেতে উঠেছে মাছ
মারার ধুম। পুকুরে মাছুয়া সঙ্গে কথা হলে তিনি জানান,
হ্যামরা এবার মেলায় মাছ পাইছি ডেকছি আর বাল্টি ভর্তি
মাছ। যাক বন্যা হয়্যা হ্যামার সুবিধা হইছে না হইলে এতগুলা
মাছ পাই। উপজেলা গুড়িয়া পাড়ার গ্রামের আ: রাজ্জাক বলেন,
আমরা মাছ ধরার জন্য প্রতিবছর এ দিনটির জন্য অপেক্ষা করি।
এভাবে বছরের পর বছর তারা মাছ ধরার উৎসবে মেতে উঠে। রায়হান
বলেন, হ্যামরা সকাল থাকি মেলায় মাছ বিক্কি কইনো, আর
বাড়িত মাছ নিয়া গেইনো এক ডেকচ্ছি।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, মাছ ক্রয় করার জন্য পাইকারি
ব্যবসায়ীরা ভিড় করেছেন।
পাইকারী ব্যবসায়ী হামিদুল বলেন, সকাল থেকে মাছ পাইকারী
কিনার জন্য সিরিয়াল নিয়ে আছি। মাছ বিভিন্ন হাঁটে-
বাজারে খুচরা বিক্রি করবো। পাশাপাশি রাস্তা দিয়ে চলাচল
গ্রাহক ভিড় করছেন মাছ কেনার জন্য। আবার অনেকে শহরের
বাজারে মাছ পাঠিয়ে দিচ্ছেন।