অনলাইন ডেস্কঃ
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, মেয়রের সততা প্রশ্নাতীত ছিল। তিনি দৃঢ় ছিলেন, নাগরিকদের কল্যাণে কোনো কাজে কখনও পিছপা হতেন না।
ব্যক্তি জীবনেও সফল ছিলেন।
আজ শনিবার দুপুরে মরদেহ আসার পর আনিসুল হকের বনানীর বাসায় প্রধানমন্ত্রীর সঙ্গে হাজির হন বাণিজ্যমন্ত্রী। এ সময় তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী আরো বলেন, তিনি মানুষের হৃদয় কেড়েছেন। আমিও তার টিভি অনুষ্ঠানে গিয়েছি। তিনি ব্যবসায়ী হিসেবে সফল ছিলেন। বিপদে-আপদে মানুষের পাশে থাকতেন। ব্যবহারের দিক থেকেও অমায়িক। আমার গাড়িতে করে ঢাকায় কি কি করেছেন, তা দেখিয়েছিলেন আনিসুল হক।