মোঃ রুহুল আমীন, আত্রাই প্রতিনিধি।
নওগাঁর আত্রাইয়ে সারা দেশের ন্যায় আত্রাই উ”চ বিদ্যালয়ের উদ্যোগে আত্রাই – পোড়াখালী সড়কে জঙ্গী, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা বিরোধী মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় শুরু হয়ে ১ঘন্টা ব্যাপি এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ আবদুল ওয়াদুদ খান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক আব্দুল মজিদ, শিক্ষক প্রনব কুমার ঘোষ, তপন কুমার সরকার, আব্দুর রউফ, মোঃ রুহুল আমীন প্রমুখ।
এ মানব বন্ধনে বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীসহ চার শতাধিক ছাত্র ছাত্রী অংশগ্রহণ করে।