অনলাইন ডেস্কঃ-
ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে ভূমিধস ও বন্যায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরো পাঁচজন।
স্থানীয় সময় শনিবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে আইএনএস জানায়, ভারত মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় থেকে ওই ভূমিধস ও বন্যার ঘটনা ঘটে। জাভা ছাড়াও বেশ কয়েকটি প্রদেশে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়ে।
ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, ঘূর্ণিঝড়ের প্রভাবে জাভার প্যাসিতান শহরে কমপক্ষে দুই হাজার ৫৮০ বাসিন্দা বাস্তুহারা হয়েছে। ধ্বংস হয়েছে এক হাজার ৭০৯টি বাড়ি।
সুতোপো পুরোনুগ্রহ নামে সংস্থাটির একজন মুখপাত্র জানান, বিপর্যয়ের পর উদ্ধারকাজ শুরু করা হয়েছে। উদ্ধারে দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার কর্মীরা ছাড়াও হাত লাগিয়েছেন স্বেচ্ছাসেবক, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। ঘূর্ণিঝড়-সংশ্লিষ্ট বিভিন্ন ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন।
গত মঙ্গলবার পূর্ব জাভা প্রদেশে আঘাত হাতে ঘূর্ণিঝড়টি। সেটি প্রদেশটির ওপর দিয়ে ৬৫ কিলোমিটার বেগে বয়ে যায়। এর প্রভাবে সৃষ্ট ঝড় ও বন্যায় ক্ষতিগ্রস্ত হয় জাভার ২৮ জেলা।