মোঃ আব্দুর রহিম, মৌলভীবাজার জেলা প্রতিনিধি : মৌলভীবাজারের
শ্রীমঙ্গল উপজেলার সিরাজনগর দরবার শরীফের নেতৃতে হাজারো মানুষের ঢলে
উল্লাসিত মিছিলে । ২ (ডিসেম্বর) শনিবার সকাল ৮ঘটিকার সময় ৫নং কালাপুর
ইউনিয়ন ও শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন মুসিলম উম্মাহ ও বিভিন্ন সংগঠনের
উপস্থিতিতে সম্পন্ন হয়। পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ)।
পবিত্র ঈদে মিলাদুন্নবী তথা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম‘র এ জগতে আবির্ভাবের দিন।
অধিকাংশ ঐতিহাসিকের মতে, মহানবী সা: এর শুভাগমন ঘটে আ‘মুল ফীলের রবিউল
আউয়াল মাসের ১২ তারিখ মোতাবেক ৫৭০ ঈসায়ী সনের ২৯ আগস্ট সোমবার। এদিন ছিল
বিশ্ব মানবতার ইতিহাসে সবচেয়ে সৌভাগ্যময় ও আলোকোজ্জ্বল দিন।
প্রতি বছরের ন্যায় সিরাজনগর দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা শেখ
মোঃ আব্দুল করিম, সিরাজনগরী, নির্বাহী প্রেসিডেন্ট বাংলাদেশ ইসলামী
ফ্রন্ট এর উদ্দোগে এই আয়োজন করা হয়।
সিরাজনগর থেকে শ্রীমঙ্গল এর উদ্দেশ্য রওনা হয়ে শহরের বিভিন্ন সড়ক
প্রদক্ষীণ করে চৌমুনা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোজনা সভায় দলিল
ভিত্তিক বক্তব্য রাখেন সাহেব কিবলা সিরাজনগরী ও বিভিন্ন আলেম ওলামাগণ।
সিরাজনগরী হুজুরের বড় শাহেবজাদা সিরাজনগর মাদ্রাসার অধ্যক্ষ মাও. শেখ
শিব্বির আহমদ বলেন, অত্র শ্রীমঙ্গল উপজেলা তথা সিলেট বিভাগে সিরাজনগর
দরবার শরীফের পক্ষ থেকে মিলাদুন্নবীর ডাক দেয়া হয়েছিল। আজ আমরা অত্যান্ত
আনন্দিত যে, যারা এক সময় মিলাদুন্নবী পক্ষে ছিলনা তারাও আজ মিলাদুন্নবী
পালন করেন।
আজ বাংলার জমিনে আনাচে কানাচে মিলাদুন্নবীর সুরে আকাশ বাতাশ মূখরিত হয়।
আজ বাংলাদেশে রাস্ট্রিয়ভাবে মিলাদুন্নবীর ছুঠির দিন হিসাবে গন্য করা
হয়েছে। কিন্তু দুঃখের বিষয় একদল মুসলিম নামধারী সমালোচক তারা
মিলাদুন্নবীর বিরুধীতা করছেন। ইহা নাকি বেদআত।
মাও. শেখ শিব্বর আহমদ ও আল্লামা সিরাজনগরী তাদের বক্তব্যে ঈদে
মিলাদুন্নবী এর তাৎপর্য ও মিলাদুন্নবী নবী রাসুলগণের আমলে কিভাবে পালিত
হত তার সহিহ হাদিস নং সহ উল্লেখ করেন।
তাদের দাবি যারা মিলাদুন্নবী নিয়ে কুটুক্তি করেন তাদেরকে তিনি কিতাব নিয়ে
বসার আহবান জানন।
মৌলভীবাজার জেলা ছাত্রসেনার সভাপতি এম এ এম রাসেল মোস্তফার উপস্থাপনায় ও
আল্লামা সিরাজনগরীর সভাপতিতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিরাজনগর
দরবারের খলিফা শেখ জুবাইর আহমদ রহমতাবাদী, জনাব মোঃ আব্দুল হাই, সাবেক
চেয়ারম্যান, মোঃ আব্দুল মতলিব, সাবেক চেয়ারম্যান, অত্র এলাকার মুরব্বি
মোঃ ওয়াহিদ মিয়া, মাও. ফারুক আহমদ দিনারপুরী,
ইসলামী যুবসেনার সিনিয়র সহসভাপতি, তাজারা কম্পিউটার ট্রেনিং সেন্টারের
চেয়ারম্যান শাহাব উদ্দীন আহমদ, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সদস্য মো.
নাজমুল ইসলাম ফয়জুল মস্তফা, মাওলানা তাজুল ইসলাম, মাওলানা দেলয়ার
আলকাদরী, ডাঃ মামুনুর রশীদ, মাওলানা আবু তাহের মিছবাহ, মাওলানা নুরুল
আবছার চৌধুরী, আনিছুল ইসলাম আশরাফী,
আব্দুল মজিদ, শেখ আহমদ রেজা, আশরাফুল খান রুহেল, সাইফুর রহমান (মুন্না),
এম.এ.শিপন, মোহন আহমদ, শাহ কামরুল, খালেদ আহমদ, জামাল আহমদ, সৈয়দ
মুস্তকিম আহমদ, এ.কে.জিলানি, হাফিজুর রহমান জুলহাস, মইনুল ইসলাম (আফরুজ),
মিজানুর রহমান, ছায়াদ খান, নাজমুল ইসলাম, খলিলুর রহমান, বাবুল আহমদ,
প্রমুখ।