মোঃ নুর আলম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধিঃ চিরিরবন্দরে উপজেলায়
বাসস্ট্যান্ডগুলোতে যাত্রী ছাউনি না থাকায় এই বর্ষা মৌসুমে যাত্রীদের চরম দুর্ভোগ
পোহাতে হচ্ছে। পার্বতীপুর-চিরিরবন্দর- দিনাজপুর উপজেলার বাসষ্ট্যান্ডগুলোর গুরুত্ব অত্যন্ত
বেশি। উপজেলার বাসষ্ট্যান্ড থেকে পার্বতীপুর-দিনাজপুর মহাসড়কের এলাকার মানুষ যাতায়াত
করে থাকে ঢাকাগামীযাত্রী। প্রতিদিন এই চিরিরবন্দর-রংপুর সড়ক দিয়ে ঢাকাগামী
কোচসহ শতাধিক যাত্রীবাহী বাস বিভিন্ন সড়কে চলাচল করে। মধ্যবর্তী স্থানটি এই
সড়কের বাসষ্ট্যান্ড রয়েছে। এই বাসষ্ট্যান্ডগুলোতে কোন যাত্রী ছাউনি নেই। এই বাসষ্ট্যান্ডে
এলাকার গুরুত্ব উপলব্ধি করে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। এই সড়কে উপজেলায় কোন
বাসষ্ট্যান্ডে যাত্রী ছাউনি নেই। এ ক্ষেত্রে বাস যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ
করে বর্ষা মৌসুমে বৃষ্টিতে ভিজে বাস যাত্রীদের বাসে উঠানামা করতে হচ্ছে। চিরিরবন্দর
আমেনা বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুলের ছাত্রী মোছা: সামিহা ইসরাত বলেন, বৃষ্টির
মধ্যে লুকানোর জায়গা থাকে না। মো: তানভির হোসেন বলেন, রোদ-গরমের মধ্যে দাঁড়ে
থাকতে হয় কি যে কষ্ট। স্থানীয় এস এম মোস্তাকিম বলেন, ভাইরে কি যে কষ্ট বাসের জন্য
অপেক্ষা করা, আমাদের নির্দিষ্ট করে কোন ছাত্রী ছাউনির না থাকায়। এ ক্ষেত্রে মহিলা ও শিশু
যাত্রীদের দুর্ভোগ আরো বেশি। এ ছাড়াও বৃষ্টির মধ্যে ভিজে তাদের কোচ থেকে নেমে
বিভিন্ন দোকানের সামনে দাঁড়িয়ে রিকশা অথবা ভ্যানের জন্য অপেক্ষা করতে হয়। চিরিরবন্দর
উপজেলার চেয়ারম্যান ময়েন উদ্দিন শাহ্ধসঢ়; সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান,
চিরিরবন্দরে বাসষ্ট্যান্ড এলাকায় যানজটমুক্ত করণের লক্ষে সড়কটির সৌন্দর্য বৃদ্ধি করা করা
হচ্ছে। চিরিরবন্দর বাসষ্ট্যান্ডের ২ পাশে ২টি যাত্রী ছাউনি জরুরী প্রয়োজন। উপজেলা
নির্বাহী অফিসার মো: গোলাম রব্বানী বলেন, আমাদের হাতে ওই রকম বরাদ্ধ আসেনি, যদি
আসে তাহলে প্রশাসনের মাধ্যমে ব্যবস্থা নিব। ছবি আছে