চাদঁপুর জেলা,প্রতিনিধি।
গত ৩ই ডিসেম্বার রবিবার রাতে
হাজীগঞ্জ উপজেলার ২নং বাকিলা ইউনিয়ন ছাত্রলীগের সাধরন সম্পাদক মোঃ ইসমাইল হোসেন ও সাবেক যুগ্ন আহবায়ক মোঃ সোহেন খানের উপর হামলা চালায় নামধারী সন্ত্রাসী সেলিম ও রাজীব। এই সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ২নং বাকিলা ইউনিয়ন ছাত্রলীগ। সোমবার বিকেলে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের বাকিলা বাজারে বিক্ষোভ মিছিলটি কয়েকবার প্রদক্ষিণ শেষে বাকিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকে মিলিত হয়। ওই সময় হামলার প্ররোচনাকারী ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোঃ আব্দুল খালেক সহ হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সদস্য মোঃ রোকনুজ্জামান বাঁধন, হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সদস্য মোঃ কামরুল ইসলাম। প্রতিবাদ সমাবেশের সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন ছাত্রলীগ নেতা মোঃ শাখাওয়াত হোসেন। উপস্থিত ছিলেন ২নং বাকিলা ইউনিয়নের ১নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ইবরাহীম সিফাত, ২নং ওয়ার্ড ছাত্রলীগ ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আল আমিন, ৩নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি মোঃ নেয়ামত হোসেন, ৫নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি রকিবুল ইসলাম রকি, ৭নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি মোঃ ইউছুফ হোসেন সজীব, সাধারণ সম্পাদক মেহেদী হাছান, ৮নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি রেজাউল করিম, ৯নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা হৃদয়, জাবেদ, ৪নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা শাখাওয়াত হোসেন, মোঃ ইবরাহীম, রাসেল, রাকিব সহ শতাধিক ছাত্রলীগ কর্মী।
আহত ইসমাইল ও সোহেল জানায়, ‘এই ঘটনায় হাজীগঞ্জ থানায় একটি মামলার প্রস্ততি চলছে। এর সঠিক বিচার না হলে পরবর্তীতে আরও বড় ধরণের বিক্ষোভ কর্মসূচি দেয়া হবে বলে সমাবেশ থেকে ঘোষনা করা হয়।