রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, কলেজ-মাদ্রাসা , স্বাস্থ্য কমপ্লেক্স ও বিশ্ববিদ্যালয়ের উদ্যেগে সন্ত্রাস ও জঙ্গী বিরোধী র্যালি ও মানববন্ধন কর্মসুচী পালিত হয়েছে। কর্মসুচীতে শিক্ষক, শিক্ষার্থী, চিকিৎসকসহ সকল শ্রেণী-পেশাসহ সাধারন মানুষ অংশ গ্রহন করেন। সোমবার দুপরে উপজেলার ভুলতা, বরপা, কাঞ্চন, রূপগঞ্জ সদর, মুড়াপাড়া মঠেরঘাটসহ বিভিন্ন এলাকায় এ কর্মসুচী পালন করা হয়। মানববন্ধন কর্মসুচীতে স্লোগান ছিলো, জঙ্গী মুক্ত বাংলাদেশ চাই, জঙ্গী মুক্ত সমাজ চাই, শান্তিপুর্ণ ভাবে বাঁচতে চাই, স্বাধীন দেশে শান্তি চাই, জঙ্গীবাদ রুখতে চাই, জঙ্গীবাদ প্রতিহত করো, ছাত্র জীবন রক্ষা করো, এসো জঙ্গী মুক্ত দেশ গড়ি, শিক্ষা জীবন রক্ষা করি, সন্ত্রাস নয় শান্তি চাই, শঙ্কামুক্ত জীবন চাই। কাঞ্চন এলাকায় জাতীয় বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ্যে “সলিমউদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয়ের” অধ্যক্ষ জাহাঙ্গীর মালুমের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে কাঞ্চন বাজার হয়ে চাঁনটেক্সটাইল-মায়ারবাড়ি এলাকায় প্রভাষক ড. আশরাফুদ্দিন, জামাল সরকার, ফারজানা আহাম্মেদ, সানজিদা নাহার, মলিনা সূত্রধর, ফারজানা রুনা, আব্দুল হালিমসহ সকল প্রভাষক ও শিক্ষার্থীবৃন্দ মানববন্ধন কর্মসূচী পালন করে। এদিকে, সরকারী নির্দেশে দেশ ও জাতীকে সন্ত্রাস ও জঙ্গী মুক্তকরতে উপজেলার “কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়” ও “হাজ্বী রফিজ উদ্দিন ভূঁইয়া উচ্চ বালিকা বিদ্যালয়ের” শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দের সমন্বয়ে কাঞ্চন বাজার এলাকায় এ মানববন্দন কর্মসূচী পালন করা হয়। মঠেরঘাট এলাকার রূপগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ের সামনে মুড়াপাড়া পাইলট স্কুল এবং মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসুচী পালন করেন। তারাব পৌরসভার বরপা আলহাজ্ব হাজী নুর উদ্দিন আহাম্মেদ উচ্চ বিদ্যালয়ের উদ্যেগে মানববন্ধন কর্মসুচী পালন করা হয়। মানববন্ধনে বক্তব্যে রাখেন, প্রধান শিক্ষক জওহর লাল ঘোষ, মোঃ জসিম উদ্দিন ভুইয়া, লায়লা পারভিন, রঞ্জন চক্রবর্তী , তৈয়বুর রহমান, বাবুল মিয়া, সাইফুল ইসলাম প্রমুখ। ভুলতা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আউয়ালের নেতৃত্বে শত শত শিক্ষার্থী মানববন্ধনে অংশ গ্রহন করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যেগে জঙ্গী বিরোধী মানববন্ধন কর্মসুচী পালন করা হয়। মানববন্ধনে বক্তব্যে রাখেন, র্যালিতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জাহিদুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাজমুল আনোয়ার, মাহমুদার রহমান, ফখরুদ্দিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, ওয়াসিমা পারভীন, শহীদুজ্জামান দুলাল, মাকসুদুল হাসান,এহসানুল করিম সবুজ প্রমূখ।