জাকির, হোসেন, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁও ও
পঞ্চগড় হিমালয়ের নিকটবর্তী এ দুটি জেলায় তাপমাত্রা আশঙ্কা জনক ভাবে
কমতে শুরু করেছে। এতে করে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা সহ অন্যান্য
উপজেলাগুলোতে শীত জেকে বসতে শুরু করেছে। দুপুর বেলা গরম থাকলেও বিকাল
নামার সাথে সাথে বেশ ঠান্ডা অনুভব করা যাচ্ছে। বিকাল হলেই গরম কাপড়
জড়িয়ে চলাফেলা করতে হচ্ছে সাধারণ মানুষকে। সপ্তাহখানেক ধরে এ অঞ্চলে
শীতের তীব্রতা বাড়তে শুরু করায় বিপাকে পড়েছে মানুষ। ভোরে আবছা
কুয়াশা, দিনে গরম, রাতে ঠান্ডা। অগ্রহায়নের শুরু থেকেই অনুভব হচ্ছে
শীত, আর কুয়াশায় ঢেকে যাচ্ছে সবুজ প্রকৃতি। কয়েকদিন ধরে মধ্যরাত
থেকে সকালের কিছুটা সময় কুয়াশায় ঢেকে থাকছে পথঘাট। এদিকে
শীতের তীব্রতায় বিপদে পড়ছে ছিন্নমূল ও খেটে খাওয়া সাধারণ মানুষ।
বিশেষ করে শিশু ও বৃদ্ধদের নিয়ে সংকায় রয়েছেন পরিবারের সদস্যরা। শীতের
কারণে শীত জনিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। হাসপাতালগুলোতে
শীত জনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। চিকিৎসকরা
বলছেন, ঠান্ডায় শিশু এবং বৃদ্ধরাই বেশি আক্রান্ত হয়। এদের একটু সাবধানে
রাখতে হবে। বিকেল হলে গরম কাপড় পড়ানোসহ রাতে এবং সকালে তাদের গরম
পানি খাওয়াতে হবে। তবেই তাদের শীত জনিত রোগ থেকে কিছুটা হলেও রক্ষা
করা সম্ভব হবে। এদিকে শীত নিবারনে চলছে ব্যাপক প্রস্তুতি। লেপ-তোষকের
দোকানে ভিড় পরেছে। দিন রাত ব্যস্ত সময় পার করছেন কারিগররা। গরম কাপড়েরর
দোকানগুলোতেও ক্রেতার সমাগম বেড়েছে। কয়েকজন ক্রেতা জানায়, গত বারের
থেকে এবার লেপ-তোষকের মালামারে দাম একটু বেশি। সূত্র জানায়,
মধ্যবিত্তরা শীত নিবারনের সামগ্রী কিনতে পারলেও নি¤œবিত্তদের পক্ষে
সম্ভব হচ্ছে না। গরীব ও অসহায় পরিবারগুলো পুরাতন ছেড়া কাপড় দিয়ে
কাঁথা বানিয়ে শীত মোকাবেলার চেষ্টা করছে। পীরগঞ্জ উপজেলার রেলষ্টেশন,
গুয়াগাঁও কবরস্থান এলাকাসহ বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়, অস্বচ্ছল
পরিবারের সদস্যরা চাদর গায়ে দিয়ে ঠান্ডা নিবারন করছে। অস্বচ্ছল পরিবারের
শিশুদের সাথে কথা বলে জানা যায়, শীতের কাপড় না থাকায় খুব কষ্ট হচ্ছে।
সরকারি ও বেসরকারি ভাবেও এখন পর্যন্ত কোন শীত বস্ত্র পাওয়া যায়নি। এতে
চরম কষ্টে রয়েছে তারা। পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এ ডব্লিউ এম
রায়হান শাহ্ধসঢ়; বলেন, বেশ শীত পড়তে শুরু করেছে। উপজেলা প্রশাসনের পক্ষ
থেকে প্রতি বছরের ন্যায় এবারো শীঘ্রই দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা
হবে।