মোঃ আব্দুর রহিম, মৌলভীবাজার জেলা প্রতিনিধি : মৌলভীবাজার জেলা প্রশাসক
মোঃ তোফায়েল ইসলাম কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠান
পরিদর্শন করেন। তিনি বুধবার (৬ নভেম্বর) উপজেলার আদমপুর ইউনিয়ন পরিষদের
কার্যক্রমসহ ডিজিটাল সেন্টার পরিদর্শন করেন।
এছাড়াও তিনি আদমপুর ইউনিয়ন ভূমি অফিস, আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
পরিদর্শন করেন। এরপর তিনি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা গুড নেইবারস
বাংলাদেশ অফিস পরিদর্শন করেন।
এসময় সংস্থার প্রকল্প ব্যবস্থাপক রিমো রনি হালদার ফুল দিয়ে জেলা
প্রশাসককে বরণ করেন নেন। জেলা প্রশাসক সংস্থার কার্যক্রম থেকে ভূয়সি
প্রশংসা করেন। কার্যক্রমে সফলতা কামনা করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক, আদমপুর ইউপি
চেয়ারম্যান আবদাল হোসেন প্রমুখ।