জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ।
আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই উদ্বেগ জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতিসংঘের প্রস্তাবনা অনুযায়ী কাঠামোর ভেতরে থেকে জেরুজালেমের আইনি অবস্থান সংরক্ষণের তাগিদ দিয়েছে বাংলাদেশ।
সেই সঙ্গে ১৯৬৭ সালের সীমানা অনুযায়ী পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে বাংলাদেশ তার অবস্থান পুনর্ব্যক্ত করেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বাংলাদেশ প্রত্যাশা করে, দুই দেশের মধ্যে একটি শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট দেশ ও সংস্থা কার্যকর পদক্ষেপ নেবে যাতে মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসে।
এর আগে গতকাল বুধবার বাংলাদেশ সময় রাতে হোয়াইট হাউসে দেওয়া এক বক্তব্যে বিতর্কিত জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এর মধ্য দিয়ে জেরুজালেম নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েক দশকের নীতির পরিবর্তন ঘটল।
মার্কিন প্রেসিডেন্টের এই ঘোষণাকে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ‘দুঃখজনক’ বলে উল্লেখ করেন। তিনি বলেছেন, এটি ‘বিপজ্জনক পরিস্থিতি ডেকে আনবে।’ তবে একে সাধুবাদ জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
জেরুজালেম পবিত্র ভূমি হিসেবে ইসরায়েল ও ফিলিস্তিন উভয়ের কাছেই গণ্য। এর দখল ও নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের দ্বন্দ্বও বহু পুরোনো।
ইসরায়েল সব সময়ই জেরুজালেমকে নিজেদের রাজধানী হিসেবে দাবি করে আসছে, পাশাপাশি পূর্ব জেরুজালেম ভবিষ্যতে ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হবে বলে দেশটির নেতারা বলে আসছেন।