ঝালকাঠি সংবাদদাতাঃ-ঝালকাঠির রাজাপুরের বড়ইয়া ডিগ্রী কলেজ চত্বরে গতকাল সোমবার জঙ্গিবাদ ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসুচিতে ওই কলেজের অধ্যক্ষ উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান, উপাধ্যক্ষ জসিম উদ্দিন, শিক্ষক-কর্মচারিসহ ৫ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। অপরদিকে সকালে উপজেলার পুটিয়াখালি গ্রামের ঝালবাড়ি নামক এলাকার পূর্ব পুটিয়াখালি দারুচ্ছালাম ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার সামনে রাজাপুর-কাঁঠালিয়া আঞ্চলিক মহাসড়কের ওপরে জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধে মানববন্ধন কর্মসুচি পালন করেছেন। কর্মসুচিতে ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাও. মোঃ মোস্তাকিম বিল্লাহ,সকল শিক্ষক কর্মচারি, ম্যানেজিং কমিটির সদস্যসহ তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। এছাড়া ইসহাকাবাদ হোসাইনিয়া আলিম মাদ্রাসা ও রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসায় আহুত জঙ্গী বিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করেছে।