প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে স্বর্ণের দোকানের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গ্যাসের
আগুনে ৪জন স্বর্ণকারিগর দগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে,
গতকাল বুধবার বেলা ১টায় পৌর শহরের দত্ত জুয়েলার্স নামের স্বর্ণের দোকানে।
আহতরা হলেন, পৌর এলাকার কাঁটাবাড়ি গ্রামের কিশোরী মহোনের ছেলে
হরিপদ রায় (৪০), একই গ্রামের মহেন্দ্র ঠাকুরের ছেলে রতন কুমার (৩০), উপজেলার
রাঙ্গামাটি গ্রামের তারাপদ রায়ের ছেলে সুমন রায় (২৯) ও বাসুদেবপুর গ্রামের
বাবলু চন্দ্রের ছেলে সুব্রত কুমার (২৯)। এদের মধ্যে সুব্রত কুমার, হরিপদ রায় ও
সুমন রায়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে রংপুর মেডিকেল কলেজ
হাসপাতালের বার্ণ ইউনিটে পাঠানো হয়েছে এবং রতন কুমারকে উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বলেন, দত্ত জুয়েলার্স নামের স্বর্ণের দোকানের গ্যাস
সিলিন্ডারের গ্যাস শেষ হওয়ায় সেটি রিফিল করে স্বর্ণ কারিগররা স্বর্ণের অলঙ্কার
তৈরির কাজ করার সময় সিলিন্ডারটি আকস্মিকভাবে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।
এতে কর্মরত ওই চারজন স্বর্ণকারিগর ঘটনাস্থলে গুরুতর দগ্ধ হয়ে মাটিতে লুটিয়ে
পড়েন। স্থানীয়রা তাদের মুমুর্ষূ অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে ভর্তি করেন। কিন্তু ওই তিনজনের অবস্থায় আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে
রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
দত্ত জুয়েলার্সের মালিক শিব প্রসাদ দত্ত বলেন, ছোট গ্যাস সিলিন্ডার
দিয়ে আগুন জ্বালিয়ে কাজ করার সময় সেটি বিস্ফোরণ ঘটেছে। এতে চারজন
কর্মচারি আহত হয়েছেন। তবে আহতদেরকে চিকিৎসার সার্বিক ব্যবস্থা করা
হচ্ছে।