নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধিঃ ১৭ বছরের দীর্ঘ প্রতীক্ষার পর
অবশেষে পঞ্চগড়ের বোদা পৌরবাসী তাদের বহু প্রত্যাশিত পৌর নির্বাচনে অংশ
নিতে যাচ্ছে। আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বোদা পৌর নির্বাচন।
নির্বাচন উপলক্ষ্যে পুরো বোদা পৌরসদর সেজেছে নতুন রূপে। প্রার্থীদের
পোস্টার, ব্যানার, ফেস্টুনে শহরের প্রধান রাস্তা থেকে শুরু করে পাড়ার
রাস্তা ছেয়ে গেছে।
ভোটারদের কাছে টানতে প্রার্থীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সাথে দেখা করে
খোঁজ খবর নিচ্ছেন।
বোদা পৌরসভা নির্বাচনে মেয়র পদে সরকার দলীয় প্রার্থী হিসেবে নৌকা প্রতীক
নিয়ে নির্বাচন করছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. ওয়াহেদুজ্জামান
সূজা। ধানের শীষ প্রতীক নিয়ে বিশ দলীয় ঐক্যজোটের প্রার্থী, উপজেলা বিএপির
সাংগঠনিক সম্পাদক হকিকুল ইসলাম মেয়র পদে প্রতিদ্বন্দিতা করছেন। ইসলামি
শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী হাতপাখা প্রতিক নিয়ে রফিকুল ইসলাম,
অপরদিকে ধানের শীষের মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্রভাবে মেয়র পদে নারিকেল
গাছ মার্কায় প্রতিদ্বন্দিতা করছেন বিএনপির সাধারণ সম্পাদক আখতার হোসেন
হাসান।
অন্যদিকে, নয়টি ওয়ার্ডের সাধারণ সদস্য পদে ৬০ জন, সংরক্ষিত মহিলা তিনটি
ওয়ার্ডের জন্য ২৪ জন নারী প্রার্থী হয়েছেন।
উল্লেখ্য, ২০০১ সালে বোদা পৌরসভা গঠনের পর নির্বাচন কমিশনের পক্ষ থেকে
দুই বার নির্বাচনী তফসিল ঘোষণা করা হলেও সীমানা জটিলতার কারণে নির্বাচন
স্থগিত হয়ে যায়। সীমানা জটিলতা নিরসনের পর নির্বাচন কমিশন আগামী ২৮
ডিসেম্বর ২০১৭ বৃহস্পতিবার নির্বাচনের অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেয়।
বোদা পৌরসভা ঘোষণার পর থেকে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা পৌর প্রশাসক
ও বোদা সদর ইউনিয়ন পরিষদের তিনজন সদস্য দীর্ঘ ১৭ বছর বোদা পৌরসভার
কাউন্সিলরের দায়িত্ব পালন করে আসছিলেন।
প্রথম বারের মতো পৌর নির্বাচনে অংশ নেয়ায় নির্বাচনকে ঘিরে পৌরবাসীর মধ্যে
ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। নির্বাচনকে কেন্দ্র করে চায়ের কাপে
বোদাবাসী কথার ঝড় তুললেও ২৮ তারিখই বলে দিবে কে হবেন বোদার পৌরপিতা, কে
হবেন বোদার ভবিষ্যৎ উন্নয়ন কান্ডারী।