মোঃ অালী হাসান, পাঁচবিবি প্রতিনিধিঃ
সীমান্তে দ্বায়িত্বরত বিজিবি ও বিএসএফয়ের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন অটুট রাখার লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্ত এলাকায় উভয় বাহিনীর অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক
অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১১টায় সীমান্তের ২৮১ মেইন পিলার এলাকায় এ বৈঠকটি হয়। বৈঠকে ২০-জয়পুরহাট বর্ডার গার্ড বাংলাদেশ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল রাশেদ মোঃ আনিছুল হক, অতিরিক্ত পরিচালক
মেজর মাসরুর এস এ রুমী, কয়া ক্যাম্প কমান্ডার চাঁন মিয়া, হাটখোলা ক্যাম্প কমান্ডার জিল্লুর রহমান অপর দিকে ভারতের বিএসএফের ১৮৩ ব্যাটালিয়নের অধিনায়ক
শ্রী ট্রিভস্ রেড্ডী, অতিরিক্ত পরিচালক শ্রী ডেস্
কাউনার, চকগোপালপুর বিএসএফ ক্যাম্প কমান্ডার শ্রী অশোক লাকরা সহ বিজিবি-বিএসএফের সদস্যরা উপস্থিত ছিলেন।