মোঃ আব্দুর রহিম, মৌলভীবাজার জেলা প্রতিনিধি : মৌলভীবাজার জেলার চাঁদনীঘাট ব্রিজের ওপর পূর্ব তথ্য অনুযায়ী প্রস্তুুত ছিল তৃতীয় লিঙ্গের (হিজরা) সাত আট জনের একটি দল।
যেই না গাড়ি ব্রিজের উপরে উঠেছে অমনি ঝাপিয়ে পরেছে সেই হিজরা বাহিনী। দাবি তাদেরকে পাঁচ হাজার টাকা না দিলে তারা গাড়ি ছাড়বেনা। হিজরা বনাম বরের স্বজনদের মধ্যে চলছে দরকষাকষি। প্রথমে পাঁচশ তারপর এক হাজার, শেষমেশ দুইহাজার টাকা দিয়ে তবে রেহাই পেলেন বর।
এই দলটির শহরের নানা জায়গায় ঘুরে ঘুরে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান, নতুন বর- কনে গাড়ি, নবাগত শিশুর পিতা-মাতা কাছ থেকে অর্থ আদায় করে থাকে। যদি কেউ অর্থ দিতে না চায় তবে তারা গালা -গালি করে। কোন কোন ক্ষেত্রে উলঙ্গ পর্যন্ত হয়ে যায় সকলের সামনেই।
শুধু মৌলভীবাজারে নয় দেশের নানা স্থানে তাদের এরকম দলজোট হয়ে ঘুরে বেড়াতে দেখা যায় এদের তবে বেশি দেয়া যায় হাঁটবাজার, স্টেশনে,বিভিন্ন টার্মিনাল, এবং ফেরিঘাটে। এদের নিয়ে কারো কোন মাথা ব্যথা নেই। এরা তো সমাজেরই অংশ। এদের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে প্রশাসনের সু-দৃস্টি কামনা করছি।