জাকির হোসেন, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার
৮নং দৌলতপুর ইউনিয়নের ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচির আওতায় মাটি ভরাট কাজে
ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিকেলে সরেজমিনে গিয়ে
দেখা গেছে, উপজেলার ৮নং ইউনিয়নের বলাইর হাটের পূব দিকে ঐতিহ্যবাহী তামলাই
দিঘি সংলগ্ন ভাঙ্গা রাস্তাটিতে মাটি ভরাট না করে রাস্তার ভাল অংশের মাটি কেটে
রাস্তাটি চলাচলে অযোগ্য করে তুলছেন। ঐ এলাকার লোকজন জানায়, ইউপি সদস্য সমশের
আলী কর্মসৃজন কর্মসূচীর আওতায় রাস্তা মেরামত করার দায়িত্ব নেন। কিš‘ তিনি ভাল
ভাবে রাস্তা সংস্কার না করে দায়সারা ভাবে রাস্তা মেরামতের কাজ করছেন। রাস্তার ভাঙ্গা অংশে
মাটি ভরাট না করে রাস্তার ভাল অংশের মাটি কেটে ছোট ছোট খাল ভরাট করছেন। আবু
রায়হান নামে একজন পথচারী জানান, এ রাস্তা দিয়ে প্রতিনিয়তই বিভিন্ন
যানবাহন,স্কুল- কলেজের ছাত্র-ছাত্রী সহ সাধারন মানুষ চলাচল করেন। রাস্তাটি সবসময়
ব্যস্তময় হওয়ায় বিভিন্ন অংশে ভাঙ্গন দেখা দেয়। মাটি কাটা লোকজন সেই ভাঙ্গা অংশে
মাটি ভরাট না করে রাস্তার ভাল অংশের মাটি কেটে অপ্রয়োজনীয় জায়গায় মাটি ভরাট
করছেন। যার ফলে রাস্তাটি চলাচলে অযোগ্য হয়ে পড়ছে। এ বিষয়ে মাটি কাটা প্রকল্পের
দায়িত্বে থাকা ইউপি সদস্যকে অবহিত করলে তিনি রাস্তার ভাল কাজ না করে উল্টো
আমাদেরকেই নানান কথা শুনিয়ে দেন। এ ব্যাপারে ইউপি সদস্য সমশের আলী জানায়,
আমি আমার ই”ছামত কাজ করবো। সরকার আমাদেরকে উকুন মারার কাজ দিয়েছে তাই
আমরা বসে বসে উকুন মারছি। রাস্তা ভাল কিংবা খারাপ হল এটা আমার দেখার বিষয় না।
৮নং দৌলতপুর ইউপি চেয়ারম্যান কার্তিক চন্দ্র রায় জানান, আপনারা কি করবেন করেন
আমি কিছু জানিনা। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এ ডব্লিউ এম রায়হান
শাহ জানান, বিষয়টি আমার জানা নেই তবে আগামীকাল সরেজমিনে গিয়ে দেখে
ব্যব¯’া গ্রহন করবো।