ঝিনাইদহ জেলা সংবাদাতাঃ
ঝিনাইদহের বিভিন্ন উপজেলা থেকে জামায়াত-শিবিরের চার নেতাকর্মীসহ ৪১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে জামায়াত শিবিরের নেতাকর্মীরা হলেন, কোটচাঁদপুর উপজেলার ফুলবাড়ীয়া গ্রামের নুর ইসলামের ছেলে রুহুল আমিন (৩০), দোড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে জুল হক (৪৫), শৈলকুপা উপজেলার পুটিমারি গ্রামের ভিকু বিশ্বাসের ছেলে জহুরুল আলম (৩৬) ও পদমদী গ্রামের আব্দুল লতিফের ছেলে আল আমিন (২৩)।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, নাশকতার আশংকায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ।
অভিযানকালে জামায়াত ও শিবিরের ৪ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। এছাড়া অন্যানো মামলায় ৬ উপজেলা থেকে আরও ৪১ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।