সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে শৈত্য প্রবাহে জনজীবন বিপর্যস্থ হয়ে পড়েছে। এ
জেলার সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৩ ডিগ্রী
সেলসিয়াস। কনকনে ঠান্ডা আর হিমেল হাওয়ায় খুব প্রয়োজন
ছাড়া ঘর হতে বের হচ্ছে না মানুষজন। গরম কাপড়ের অভাবে শীত
কষ্টে ভুগছে শিশু, বৃদ্ধসহ নি¤œ আয়ের কর্মজীবি মানুষজন।
উত্তারাঞ্চলের সীমান্ত ঘেষা জেলা কুড়িগ্রামে জেকে বসেছে। এ
এলাকার সর্বনি¤œ তাপমাত্রা উঠা নামা করছে ৮ থেকে ১০
ডিগ্রী সেলসিয়াসে। সন্ধা থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশায়
ঢেকে থাকছে পুরোজনপদ। দিনের বেশির ভাগ সময় সুর্য়ের দেখা
না মেলায় তাপমাত্রা নি¤œগামী হচ্ছে। এ অবস্থায় শীত কাতর
মানুষেরা খর-কুটো জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছে। বিশেষ
করে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তাসহ ১৬ টি নদ-নদীর অববাহিকায়
৪শতাধিক চরের মানুষ গরম কাপড়ের অভাবে তীব্র শীত কষ্টে ভুগছে।
এমতাবস্থায় কাজে বেড়াতে পারছে না শ্রমজীবি মানুষেরা।
দুর্ভোগ বাড়তে শুরু করেছে হত দরিদ্র পরিবারগুলোর শিশু ও বৃদ্ধদের।
স্বপ্ল আয়ের মানুষজন গরম কাপড়কিনতে না পারায় খর-কুটো
জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছেন তারা।
কনকনে ঠান্ডায় কাজে বের হতে না পাড়ায় পরিবার পরিজন নিয়ে
কষ্টে দিন কাটছে দিনমজুর শ্রেনীর মানুষজনের।
এব্যাপারে কুড়িগ্রামের কৃষি আবহাওয়া পর্যবেক্ষন অফিসের
পর্যবেক্ষক সুবল চন্দ্র সরকার জানান, বৃহস্পতিবার কুড়িগ্রামের
সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৩ ডিগ্রী
সেলসিয়াস। রাতে তাপমাত্রা আরো নি¤œগামী হতে পারে।