বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ০৩:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিষিদ্ধ হওয়া ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার রাজধানীতে নিষিদ্ধঘোষিত হিজবুত তাহরীরের ২ সদস্য গ্রেপ্তার বগুড়ায় আইন কর্মকর্তা নিয়োগ বিএনপি-জামায়াতপন্থি ১০৭ জন অতি বৃষ্টির কারণে লালমনিহাট জেলায় বন্যা নিম্ন অঞ্চল প্লাবিত বগুড়ায় ট্রাক পরিবহনের সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ১০ কোটি টাকার আত্মসাৎ ও মামলা টিএমএসএস সদস্যদের (RAISE) প্রকল্পের উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ দীর্ঘ ১৩ বছর পর আইনি লড়াইয়ের মাধ্যমে চাকুরী ফেরত পেলেন প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল পরিত্যক্ত চুল পুনরায় ব্যবহারের মাধ্যমে ভাগ্য বোনার চেষ্টা আদিতমারীর নারীদের। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর হলেন অ্যাডভোকেট তাজুল ইসলাম

প্রচণ্ড শীতে অসুস্থ শরীরেও আন্দোলনে এমপিওভুক্তির দাবিতে শিক্ষকরা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০১৮
  • ২২৫ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিনঃ-

দেশ জুড়ে চলছে শৈত্য প্রবাহ। পৌষের ঠাণ্ডায় যবুথবু পুরো দেশ। এই হিম শীতল আবহাওয়াতেও খোলা আকাশের নিচে গত নয়দিন ধরে রাজপথে অবস্থান করছেন জাতি গড়ার কারিগর শিক্ষকেরা। এর মধ্যে গত পাঁচদিন থেকে তারা আমরণ অনশন কর্মসূচি পালন করছেন। শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে শিক্ষক-কর্মচারীদের এই টানা অনশনে অসুস্থ হয়ে পড়েছেন অনেকই। এ পর্যন্ত ১০৪ জন শিক্ষক-কর্মচারী অসুস্থ হয়েছেন। কেউ কেউ চিকিৎসা শেষে আবার কর্মসূচিতে যোগ দিয়েছেন। অনেকে শরীরে স্যালাইন নিয়েই অনশন চালিয়ে যাচ্ছেন। তারা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এমপিওভুক্তির পরই বাড়ি ফিরবেন। এজন্য তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন।

এদিকে শিক্ষকদের দাবির প্রতি বৃহস্পতিবারও সমর্থন জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। মহাজোট সরকারের শরিক বিভিন্ন দলের নেতারা শিক্ষদের আন্দোলনের সঙ্গে একাত্মা প্রকাশ করে দ্রুত দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন। রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ননএমপিও শিক্ষক-কমচারীদের এই অনশন কর্মসূচির পাশেই ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকেরাও অবস্থান ধর্মঘট পালন করছেন। তারা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে গত চার দিন থেকে এই স্থানে অবস্থান নিয়েছেন।

বৃহস্পতিবার সকাল থেকে প্রেসক্লাবের সামনে সরেজমিন অবস্থান করে করে দেখা যায়, প্রায় হাজার খানেক শিক্ষক অনশন কর্মসূচিতে অংশ নিয়েছেন। ফুটপাথের ওপর চট বিছিয়ে পাঁচদিন ধরে অনাহারে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। তারপরও স্যালাইন শরীরে নিয়েই তারা অনশনে অংশ নিচ্ছেন। এদের মধ্যে অনেক বয়স্ক শিক্ষক রয়েছেন। প্রচণ্ড শীতে খোলা আকাশের নিচে তাদের রাত কাটাতে হচ্ছে।

আন্দোলনকারীরা বলছেন, শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির সুনির্দিষ্ট সময় ঘোষণা করতে হবে। এ বিষয়ে তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। এমপিওভুক্তির বিষয়ে নিশ্চিত না হয়ে তারা বাড়ি ফিরবেন না।

বৃহস্পতিবার সন্ধ্যায় আন্দোলনকারী শিক্ষকদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনশনের পঞ্চম দিনে এ পর্যন্ত ১০৪ জন শিক্ষক-কর্মচারী অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করেছেন।

এদিকে শিক্ষকদের এমপিওভুক্তির দাবির প্রতি সমর্থন জানিয়েছেন ক্ষমতাসীন মহাজোটের শরিক দলের একাধিক নেতা। শিক্ষকদের আন্দোলনে সংহতি প্রকাশ করে তারা দ্রুত দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ক্ষমতাসীন মহাজোটের শরিক সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া আন্দোলনরত শিক্ষকদের মাঝে উপস্থিত হয়ে বলেন, শিক্ষকদের দাবি উপেক্ষা করে মধ্যম আয়ের দেশে পরিণত হওয়া সম্ভব নয়।

তিনি বলেন, বেসিক ব্যাংক, শিল্প ব্যাংকের অর্থ লুটপাট হয়েছে। ৪ হাজার কোটি টাকার হদিস নেই। এতো টাকা চুরি হয় আর শিক্ষকদের এমপিওভুক্তি বাবদ এক হাজার কোটি টাকা কেন ভর্তুকি দেবে না সরকার? শিক্ষকরা জাতি গঠনে কাজ করে যান। তাদের কথা অবশ্যই প্রধানমন্ত্রী বিবেচনা করবেন।

এর আগে বেলা সাড়ে ১২টার দিকে ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে সংহতি প্রকাশ করেন। তিনি শিক্ষামন্ত্রীর সমালোচনা করে বলেন, শিক্ষকদের দাবি যৌক্তিক। শিক্ষামন্ত্রীর উচিত দ্রুত তাদের দাবি মেনে নেয়া। এ ছাড়া জাতীয় প্রেসক্লাবের ভেতরে একটা অনুষ্ঠানে অংশ নিয়ে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন শিক্ষকদের দাবি যৌক্তিক বলে মন্তব্য করেন।

শিক্ষকদের দাবির প্রতি আরও সংহতি জানিয়েছেন তেল-গ্যাস-বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ফাহমিদুল হক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক মো. তানজীম উদ্দিন খান, অ্যাকাউন্টিং বিভাগরে সহযোগী অধ্যাপক মোশাহিদা সুলতানা, সিপিবির সম্পাদকমণ্ডলীর সদস্য রুহিন হোসেন প্রিন্স, বাসদের কেন্দ্রীয় নেতা রাজেকুজ্জামান রতন, বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় পরিচালনা কমিটির সদস্য শুভ্রাংশু চক্রবর্তী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451