মোঃ আব্দুর রহিম, মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গল
উপজেলার সিরাজনগর দরবার শরীফের ৪৩ তম উরসে আউলিয়া ও আন্তর্জাতিক সুন্নী
সম্মেলন। ১লা ফেব্রুয়ারী ২০১৮ রোজ বৃহস্পতিবার সকাল থেকে দিবারাত্রি
পর্যন্ত সুন্নী মহা সম্মেলন অনুষ্টিত হইবে।
প্রধান অতিথি: আওলাদে আলা হযরত আল্লামা ছুবহান রেজা খাঁন ছুবহানী মিয়া।
(সাজ্জাদানশীল, দরবারে আলা হযরত বেরলভী শরীফ, ভারত)।
এতে সভাপতিত্ব করবেন উপমহাদেশের প্রখ্যাত সুলতানুল মুনাজিরীন, পীরে
ত্বরীকত, রাহনুমায়ে শরীয়ত উস্তায়ুল উলামা, আল্লামা ছাহেব ক্বিবলা
সিরাজনগরী। (মা.জি.য়া)।
এতে তাকরির পেশ করবেন, মাও. হাফেজ আশরাফুজ্জামান আল-কাদ্বেরী, চট্টগ্রাম,
মাও. আবুল কাশেম নূরী, (মা.জি.আ) চট্টগ্রাম, মাও. আবু সুফিয়ান আবেদী
আল-কাদ্বেরী, চাঁদপুর, মাও. জাহাঙ্গীর আলম মোজাহেদী, ঢাকা, মাও. পীর
মুফতি গিয়াস উদ্দিন আত-ত্বাহেরী, বি-বাড়ীয়া। এতে দেশ-বিদেশের প্রখ্যাত
সুন্নী উলামায়ে কেরাম পীর-মাশায়েখ ও সুধীবৃন্দ উপস্থিত থাকার জন্য সকলের
প্রতি দাওয়াত রইল।
এতে সবাই’কে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন সিরাজনগর দরবার শরীফের
পীরজাদা আল্লামা মুফতি শেখ শিব্বির আহমদ। (অধ্যক্ষ, সিরাজনগর ফাজিল
মাদ্রাসা। বিজ্ঞপ্তি
স্থান: সিরাজনগর ফাজিল মাদ্রাসা, কাকিয়াবাজার, শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
১লা ফেব্রুয়ারী ২৩ মাঘ ১৪২৪ বাংলা, ১৪ জমাঃ আউয়াল ১৪৩৯ হিজরী, রোজ
বৃহস্পতিবার।